বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ সরস্বতী পূজার দিনে নির্বাচনের তারিখ পেছানোর ঘটনায় দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন।
রবিবার ( ১৯ জানুয়ারী) বিকাল ৩ টায় কেন্দ্রীয় কমিটির এক জরুরী সভা কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হলে সেখানে নেতৃবৃন্দ এ ধন্যবাদ জানান।
সভায় সভাপতিত্ব করেন হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি অ্যাডঃ দীনবন্ধু রায়, বক্তব্য রাখেন মহাসচিব অ্যাডঃ গোবিন্দ চন্দ্র প্রামাণিক, প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য, সিনিয়র সহ সভাপতি প্রদীপ কুমার পাল, সাংগঠণিক সম্পাদক অধ্যাপক সুব্রত কুমার দাস, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডঃ প্রতীভা বাকচী, সহ আর্ন্তজাতিক সম্পাদক বিজন সানা, ঢাকা জেলা সভাপতি অ্যাডঃ উজ্জ্বল মন্ডল সাধারন সম্পাদক গোপাল পাল, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সাজেন কৃষ্ণ বল, দপ্তর সম্পাদক তপু কুন্ডু প্রমূখ।
সভায় বক্তাগণ ৩০ জানুয়ারী শ্রী শ্রী সরস্বতী পুজার দিন পরিবর্তন করে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনের নুতন তারিখ নির্ধারন করায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট প্রধান মন্ত্রী, শিক্ষা মন্ত্রী, নির্বাচন কমিশন, সকল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক, মিডিয়া, দেশবাসীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
তারা বলেন সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানগণ হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতির প্রতি গুরুত্ব প্রদান করে ছুটির দিনেও মিটিং করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন এবং সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
বিভিন্ন সূধীজন এবং প্রিন্ট ও ইলেক্ট্রক মিডিয়া যে ভাবে অক্লান্ত পরিশ্রম ও সহযোগীতা করে হিন্দু সম্প্রদায়ের পাশে থেকেছেন সেজন্য দেশের হিন্দু সম্প্রদায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। দেশের হিন্দু সম্প্রদায় সব সময় এভাবেই দেশবাসীর ভালোবাসা ও সহযোগীতা কামনা করে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা