পিঁয়াজ, চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কারসাজির সিন্ডিকেটের হোতাদের গ্রেপ্তার ও বিচার করার দাবি জানিয়েছে বাসদ মহানগর শাখা।
শুক্রবার (২২ নভেম্বর) সকাল সাড়ে দশটায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বাসদ ঢাকা মহানগর শাখার আহ্বায়ক কমরেড বজলুর রশীদ ফিরোজ এতে সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তব্য রাখেন বাসদ ঢাকা মহানগর শাখার সদস্য সচিব জুলফিকার আলী, ঢাকা মহানগর শাখার সদস্য খালেকুজ্জামান লিপন, প্রকৌশলী ইমরান হাবিব রুমন ও প্রকৌশলী শম্পা বসু।
সমাবেশে বক্তারা বলেন, বাৎসরিক পিঁয়াজের চাহিদা ২৪ লাখ মেট্রিক টন, দেশে উৎপাদিত হয় ২৪ লাখ মেট্রিক টন, আমদানি ১০ লাখ মেট্রিক টন। সব মিলিয়ে উৎপাদন ও আমদানি মিলে ৩৪ লাখ আর দেশের বার্ষিক চাহিদা ২৪ লাখ টন।
বক্তারা বলেন, ২০ ভাগ নষ্ট হলেও বাজারে সংকট থাকার কথা নয়। কিন্তু ভারত থেকে পিঁয়াজ আমদানি বন্ধের ঘোষণার অজুহাতে পিঁয়াজের দাম ৪০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত উঠায় পিঁয়াজ সিন্ডিকেট।
নেতৃবৃন্দ বলেন, সরকার পিঁয়াজ সংকট নিরসন না করে পিঁয়াজ খাওয়া বন্ধ রাখা কিংবা পিঁয়াজ বিদেশ থেকে আসছে বলে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত সময়ক্ষেপণ করে পিঁয়াজ সিন্ডিকেটের পকেটে প্রায় ৭ হাজার কোটি টাকা লোপাট করতে সহায়তা করেছে। পিঁয়াজ সিন্ডিকেটের মুনাফার পাশাপাশি চাল, আদা ও রসুনের সিন্ডিকেট সক্রিয় হয়ে তারাও শত শত কোটি টাকা জনগণের পকেট থেকে লোপাট করেছে।
তারা অভিযোগ করেন, পিঁয়াজ সিন্ডিকেট পিঁয়াজ বাজারে সরবরাহ না করে অতি মুনাফা করার জন্য তা গুদামজাত করেছে। পিঁয়াজ নষ্ট করেছে এবং তা বিভিন্ন জায়গায় ফেলে দেয়া হয়েছে। এই সিন্ডিকেট বাজারে কৃত্রিম সংকট তৈরি করেছে। জনগণের পকেট থেকে একদল অসাধূ ব্যবসায়ী সিন্ডিকেট করে যখন হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে তখন সরকার বাজার নিয়ন্ত্রণ না করে দাম বৃদ্ধির পক্ষে সাফাই গাইছে।
বক্তাগণ, পিঁয়াজ সংকট নিরসনে পিঁয়াজ সংরক্ষণ করার জন্য পিঁয়াজ উৎপাদন প্রধান এলাকা পাবনা, কুষ্টিয়া, ঝিনেদা, ফরিদপুর, মাগুড়াসহ সংশ্লিষ্ট জেলায় পর্যাপ্ত হিমাগার নির্মাণ, টিসিবিকে সক্রিয় করা, পিঁয়াজ সিন্ডিকেটের হোতাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং বাণিজ্যমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর অপসারণ দাবি করেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব, তোপখানা রোড, পল্টন, সেগুনবাগিচা এলাকা প্রদক্ষিণ করে সেগুনবাগিচা হাই স্কুল মোড়ে আরো একটি সমাবেশ করে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা