বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : দেশে করোনা ভাইরাসে আক্রান্ত মোট পাঁচজন রোগী সনাক্ত হওয়ার পর ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, প্রথমে অর্থনীতি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা ক্লাস বর্জনের ঘোষণা দেয়।এরপর ধীরেধীরে এই সংখ্যা বাড়তে থাকে। শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ২৭টি বিভাগের শিক্ষার্থীরা এই ঘোষণা দেয়। তবে, শিক্ষার্থীরা জানায়, কোন কোন বিভাগের সব ব্যাচ এবং কোন কোন বিভাগের কোন কোন ব্যাচ এই ঘোষণা দিয়েছে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত মোট ৫ জনের তথ্য নিশ্চিত করেছে আইইডিসিআর। এর আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর শিক্ষার্থীরা নিজেরা ক্লাস বর্জনের ঘোষনা দেয়।