অনলাইন ডেস্ক
ড্র করলেও স্প্যানিশ লিগের পয়েন্ট তালিকায় ঠিকই নিজেদের শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ন রেখেছে রিয়াল। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা সেভিয়া থেকে পরিষ্কার ছয় পয়েন্টে এগিয়ে এখন কোচ কার্লো আনচেলত্তির দল।
পুরো ম্যাচ জুড়েই বল দখলের লড়াইয়ে আধিপত্য বিস্তার করে খেলেছে রিয়াল। গোল করার লক্ষ্যে তারা শট নিয়েছে ৩৬টি। বিপরীতে অতিথি প্রতিপক্ষ কাদিজ শট নিয়েছে মাত্র চারটি।
রিয়ালের হয়ে শততম লিগ ম্যাচ খেললেন ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু ব্রাজিলিয়ান এ ফরওয়ার্ড ক্যারিয়ারের বিশেষ ম্যাচটি রাঙাতে পারেননি। না পেয়েছেন গোল। না পেয়েছেন জয়। সেপ্টেম্বরের মাঝামাঝির পর লা লিগার প্রথম কোনো ম্যাচে শুরুর একাদশে থেকেও সেভাবে জ্বলে উঠতে পারেননি ইডেন হ্যাজার্ড।
হতাশ করেছেন ফরাসি তারকা স্ট্রাইকার করিম বেনজেমাও। আর ম্যাচের শেষ দিকে গোলের সুবর্ণ সুযোগ পেয়েও মিস করেছেন সফরকারী দলের ফুটবলার আলভারো নেগ্রেডো। তাতেই অতিথিদের হাতছাড়া হয়েছে জয়। অবনমন অঞ্চল থেকে বেরিয়ে যাওয়ার জন্য যেটা ছিল খুবই জরুরি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা