অনলাইন ডেস্ক
চাকরি হারানোর শঙ্কায় থাকা কোচ রোনাল্ড কোম্যানের জন্য জয়টা ছিল দরকারী। কিন্তু শিষ্যরা তা এনে দিতে পারলেন না।সোমবার রাতে ন্যু ক্যাম্পে লা লিগার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। বার্সার মাঠে নেমে ম্যাচের ২ মিনিটের সময় গোল পায় গ্রানাডার। আর এই গোল ম্যাচের ৯০ মিনিটে শোধ করে কাতালানরা।
গত এপ্রিলে এই মাঠে ২-১ গোলে জিতেছিলে গ্রানাডা। এবারও তেমন কিছুর আশা দেখছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। পুরো ম্যাচে একচ্ছত্র আধিপত্য ছিলো বার্সেলোনারই। ম্যাচের ৭৮ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলেই রেখেছিল বার্সেলোনা। গোলের জন্য ১৭ বার চেষ্টা করে ৬টি শট লক্ষ্যেও রাখে তারা। আর গ্রানাডার পাঁচ শটের দুটি ছিল লক্ষ্যে।
ম্যাচের ২ মিনিটেই ন্যু ক্যাম্পকে স্তব্ধ করে দেয় গ্রানাডা। তাদের নেয়া কর্নার কিক ঠিকভাবে ক্লিয়ার করতে পারেনি বার্সার রক্ষণ। পরে বাঁ দিক থেকে সতীর্থের ক্রস ফাঁকা জায়গায় পেয়ে সহজেই দলকে এগিয়ে দেন ডমিঙ্গোজ দুয়ার্তে।
পুরো প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও ৮৯ মিনিট পর্যন্ত লিড ধরে রাখে টেবিলের ১৭ নম্বর দলটি। কিন্তু শেষ বাঁশি বাজার কিছুক্ষণ আগে গোল হজম করে বসে তারা। তরুণ গাভির ক্রসে লাফিয়ে ওঠা হেডে ম্যাচে সমতা ফেরান উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহো। তাতে নিশ্চিত হয় বার্সেলোনার ১টি পয়েন্ট।
এ ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে অবস্থান করছে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের ১৭ নম্বরে রয়েছে গ্রানাডা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা