গত এক দশকে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া তালিকায় শীর্ষে রয়েছে ফেসবুক অ্যাপ। শুধু তা-ই নয়, সেরার তালিকায় ফেসবুকের মালিকানাধীন আরো তিনটি অ্যাপও রয়েছে।
তাই এবার গুগলের অ্যানড্রয়েডের বিকল্প হিসেবে নিজেরাই অপারেটিং সিস্টেম তৈরির উদ্যোগ নিয়েছে ফেসবুক।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক মার্কিন অনলাইন পত্রিকা টেকক্র্যাঞ্চ জানিয়েছে, অপারেটিং সিস্টেম অ্যান্ড রিয়ালিটি প্ল্যাটফর্মের মহাব্যবস্থাপক মার্ক লুকভস্কির নেতৃত্বে অপারেটিং সিস্টেম তৈরির কাজও শুরু করেছে ফেসবুক।
নিজেদের তৈরি অকুলাস, এআর গ্লাসসহ পোর্টাল ডিভাইসে ব্যবহারের উদ্দেশ্যেই অপারেটিং সিস্টেমটি তৈরি করছে তারা।
৫৪০ কোটি ‘ফেক আইডি’ মুছে ফেলেছে ফেসবুক
নিজস্ব হার্ডওয়্যার পণ্যে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ওপর থেকে নির্ভরতা কমাতে চাইছে ফেসবুক।
বৃহস্পতিবার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে ফেসবুক।
বার্তা সংস্থা এএফপিকে ফেসবুকের এক মুখপাত্র বলেন, ফেসবুক এমন একটি প্রকল্প নিয়ে কাজ শুরু করেছে, যাতে অন্যান্য প্রতিষ্ঠানকে তাদের তৈরি প্ল্যাটফর্মে যুক্ত করা যায়।
ফেসবুকের পাশাপাশি নানা ধরনের প্ল্যাটফর্ম তৈরিতে কাজ করছে ফেসবুক। এর আগে ২০১২ সালে ইনস্টাগ্রাম ও ২০১৪ সালে হোয়াটসঅ্যাপ কিনে নেয় ফেসবুক। ২০১৪ সালে ভার্চ্যুয়াল রিয়েলিটি হেডগিয়ার নির্মাতা অকুলাস কিনে নেয় প্রতিষ্ঠানটি।
ফেসবুকের নতুন অপারেটিং সিস্টেমের নাম হতে পারে ‘ফেসবুক ওএস’। প্রাথমিকভাবে ফেসবুক তাদের স্মার্ট স্পিকার ও অকুলাস ভিআরে ব্যবহার করবে অপারেটিং সিস্টেমটি।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা