অনলাইন ডেস্ক
আটলান্টিক মহাসাগরে নিখোঁজ ডুবোজাহাজটির অনুসন্ধান এলাকায় পানির নিচে শব্দ শোনা গেছে। আমেরিকার কোস্ট গার্ড জানিয়েছে, একটি কানাডিয়ান পি-থ্রি বিমান পানির নিচে শব্দ শনাক্ত করেছে। এটি নিশ্চিত করেছে আমেরিকার কোস্ট গার্ড।
আটলান্টিক মহাসাগরের তলদেশে দর্শনার্থীদের টাইটানিকের ধ্বংসাবশেষ দেখাতে গিয়ে নিখোঁজ ডুবোজাহাজটির সন্ধান এখনও পাওয়া যায়নি। টাইটান নামের ডুবোজাহাজটি খুঁজে বের করতে প্রাণপন চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড ও নৌবাহিনী, কানাডিয়ান সামরিক ও উপকূলরক্ষী এবং জাহাজটির মূল সংস্থা- ওশানগেট এক্সপিডিশন। বিভিন্ন সমুদ্র সংশ্লিষ্ট সংস্থাগুলোও উদ্ধার অভিযানে সহযোগিতা করছে।
ইউএস কোস্ট গার্ড জানিয়েছে, ডুবোজাহাজটিতে আর মাত্র ৩০ ঘন্টার অক্সিজেন অবশিষ্ট রয়েছে। এটিতে সাধারণত চারদিনের অক্সিজেন মজুদ থাকে।
রোববার মহাসাগরের নিচে যাওয়ার ১ ঘণ্টা ৪৫ মিনিট পর ডুবোজাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ডুবোজাহাজটিতে চালক, একজন ক্রু ও পাঁচজন আরোহী ছিলেন।
ডুবোজাহাজটি সাগরের তলদেশে পড়ে থাকা টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে পর্যটকদের নিয়ে যাচ্ছিল। পানির তলদেশে গবেষণা ও অনুসন্ধানের কাজেও ডুবোজাহাজটি ব্যবহৃত হতো।