রাজধানীর পুরান ঢাকার নয়াবাজারে নিউজ টোয়েন্টিফোরের দুই সংবাদকর্মীর ওপর হামলা করেছে অবৈধ বন্ড ব্যবসায়ীরা।
মঙ্গলবার দুপুর ২টার দিকে হামলার এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, প্রতিবেদক ফখরুল ইসলাম ও ক্যামেরাপার্সন শেখ জালাল।
বন্ড সুবিধা নিয়ে আমদানি করা পণ্য খোলাবাজারে বিক্রি করে চলছিল কয়েকটি প্রতিষ্ঠান। ওইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধেই সকাল থেকে অভিযানে নামে বন্ড কমিশনারেট। দুই সংবাদকর্মী অফিসের অ্যাসাইনমেন্টে অভিযান কাভার করতে গিয়েছিলেন। এ সময় ব্যবসায়ীরা নিউজ টোয়েন্টিফোরের ক্যামেরা ছিনিয়ে নেয়। গাড়ি ভাংচুরসহ মারধর করে। আহত দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, আহতদের মধ্যে ফখরুল হাতে গুরুতর ব্যথা পেয়েছেন। দু’জনই চিকিৎসাধীন।