অনলাইন ডেস্ক
দুবাইয়ে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেছেন শ্রেয়াস আইয়ার। জবাবে খেলতে নেমে ৪৫ ওভার ৩ বলে ২০৫ রান তুলে অলআউট হয় নিউজিল্যান্ড।
ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। ইনিংসের চতুর্থ ওভারেই সাজঘরে ফেরেন রাচিন রবীন্দ্র। ৬ রান করে এই ওপেনার সাজঘরে ফেরায় ভাঙে ১৭ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার উইল ইয়াং ভালো শুরু পেলেও তা টেনে নিতে পারেননি। ২২ রান এসেছে তার ব্যাট থেকে।
৪৯ রানে ২ উইকেট হারানোর পর ড্যারিল মিচেলকে সঙ্গে নিয়ে জয়ের পথেই এগোচ্ছিলেন কেন উলিয়ামসন। ১৭ রান করে মিচেল ফেরার পর পাল্টে যায় ম্যাচের চিত্র। এরপর টম ল্যাথাম, গ্লে ফিলিপস ও মিচেল ব্রেসওয়েলের কেউই উইলিয়ামসনকে যোগ্য সঙ্গে দিতে পারেননি।
মিডল অর্ডার ব্যাটারদের আসা-যাওয়ার মধ্যেও এক প্রান্ত আগলে রেখেছিলেন উইলিয়ামসন। কিন্তু ৮১ রান করে তিনি ফেরার পর ম্যাচ থেকে ছিটকে যায় কিউইরা। শেষদিকে মিচেল স্যান্টনার কিছুটা লড়াই করলেও আর ম্যাচে ফেরা হয়নি। তার ২৮ রানের ইনিংস কেবলই হারের ব্যবধান কমিয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা