অনলাইন ডেস্ক
১৬ বল হাতে রেখে ছিনিয়ে নেয়া এ জয়ের সুবাদে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে নিশ্চিত করলো স্বাগতিকরা।
রাঁচিতে টস হেরে শুরুতেই ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড।
গ্লেন ফিলিপস ৩৪, মার্টিন গাপটিল ৩১, ড্যারিল মিচেল ৩১, মার্ক চাপম্যান ২১ ও টিম সেইফার্ট ১৩ রান এনে দেন। ভারতের হয়ে দুটি উইকেট নিয়েছেন ম্যাচসেরা হার্শাল প্যাটেল।
ক্যাপ্টেন রোহিত শর্মা লোকেশ রাহুলের জোড়া ফিফটিতে জয়ের ভিতর পেয়ে যায় ভারত। আর দলকে জয়ের বন্দরে নিয়ে যান ভেঙ্কাটেশ আইয়ার ও রিশব পান্থ। দুজনেই তুলেছেন সমান ১২* রান করে।
ওপেনার লোকেশ রাহুল ৪৯ বলে ৬ বাউন্ডারি ও ২ ছক্কায় ৬৫ রানের দাপুটে এক ইনিংস খেলেন। কিন্তু অন্য ওপেনার রোহিত শর্মা ৩৬ বলে তোলেন ৫৫ রান। ঝড়ো ইনিংসটি সাজান তিনি এক বাউন্ডারি ও ৫ ছক্কায়।
১৭.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলে ফেলে ভারত। নিউজিল্যান্ডের হয়ে ৩টি উইকেট নেন টিম সাউদি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা