অনলাইন ডেস্ক
প্রকাশিত নতুন সূচিতে বাংলাদেশকে ম্যাচ খেলতে হবে সংযুক্ত আরব আমিরাতের দু’টি ভেন্যুতেই। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে খেলবে স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে জাহানারা আলম, জ্যোতিদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামছে আয়োজক বাংলাদেশ। ৩ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে তারা। ৫ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ ইংলিশরা। সেই ম্যাচের পর বেশ কয়েকদিন বিশ্রামের সুযোগ পাবেন জ্যোতিরা।
নিজেদের তৃতীয় ম্যাচে ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। ম্যাচটি দুবাইয়ে হবে ১২ অক্টোবর। এদিকে ‘এ’ গ্রুপে অস্ট্রেলিয়ার সঙ্গে রাখা হয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডকে।
ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি হবে ৬ অক্টোবর, দুবাইয়ে। ১০ দলের টুর্নামেন্টের সেমিফাইনাল দুটি হবে ১৭ ও ১৮ অক্টোবর। যেখানে প্রথমটি দুবাইয়ে এবং দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে শারজাহ। ১৮ দিনের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হবে ২০ অক্টোবর, দুবাইয়ে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা