বাংলাদেশে প্রতিবছর ১২৭৬৪ জন নারী নতুন করে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়। মারা যায় ৬৮৪৪ জন। নারী ক্যান্সার রোগীদের মধ্যে ১৯ শতাংশ স্তন ক্যান্সারে ভূগেন। নারী-পুরুষ মিলে ৮ দশমিক ৫ শতাংশ।
স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী ও জাতীয় ক্যান্সার গবেষনা ইন্সটিটিউট ও হাসপাতালের ক্যান্সার ইপিডেমিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ মঃ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন এতথ্য জানান।
১০ অক্টোবর স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সেমিনারে তিনি একথা বলেন। ‘স্তন ক্যান্সার সচেতনতা ও স্ক্রিনিংঃ কেন চাই? কিভাবে চাই?’ শিরোনামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ স্বেচ্ছাসেবী সংগঠনের মোর্চা বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম ও ৬৮টি রোটারি ক্লাব যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে। পুরো অক্টোবর মাসব্যাপি সচেতনতা ও স্ক্রিনিং প্রোগ্রাম হাতে নিয়েছে এই দুই মোর্চা।
সূচনা বক্তব্যে ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন জানান, আন্তর্জাতিক সংস্থা আইএআরসি’র অনুমিত হিসেব অনুযায়ী স্তন ক্যান্সার নিয়ন্ত্রণে ব্যাপক জনসচেতনতা ও প্রাথমিল অবস্থায় ক্যান্সার নির্ণয়ের জোর দিতে হবে। সরকারি ও বেসরকারি নানা বিভাগ, সংগঠন ও প্রতিষ্ঠান জনসচেতনতার বিভিন্ন কর্মসূচী পালন করছে। কিন্তু সঠিক তথ্য সবার বোঝার উপযোগি করে সাধারন মানুষের কাছে পৌছে দেয়ার উপর গুরুত্ব দিতে হবে।
সভায় প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট স্বাস্থ্য বিষয়ক লেখক ও বারডেমের সাবেক পরিচালক অধ্যাপক শুভাগত চৌধুরী, রোতারি ইন্টারন্যাশনাল জেলা ৩২৮১ এর প্রাক্তন গভর্নর কে এম জয়নাল আবেদিন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেষ্টা অধ্যাপক মোজাহেরুল হক।
এছাড়া গাইনি বিশেষজ্ঞদের মধ্যে বক্তব্য রাখেন গাইনি অনকোলজির অধ্যাপক ডাঃ সাবেরা খাতুন, হিস্টোপ্যাথলজির অধ্যাপক গোলাম মোস্তফা, রেডিওথেরাপির অধ্যাপক স্বপন বন্দোপাধ্যায় ও অধ্যাপক খোরশেদ আলম, সার্জারির অধ্যাপক ডাঃ আলি নাফিসা, ক্যান্সার সারভাইভার ও অপারাজিতার চেয়ারপার্সন তাহমিনা গাফফার, ক্যান্সার প্রতিরোধ ও গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালক মোসাররত সৌরভ।
সভায় বক্তারা ক্যান্সার প্রতিরোধ ও স্ক্রিনিং সেবা বিকেন্দ্রীকরণের উপর জোর দেন। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থা, ও সেবামূলক প্রতিষ্ঠানের প্রতি জেলা ও উপজেলা পর্যায়ে সূচনায় ক্যান্সার কেন্দ্র প্রতিষ্ঠার আহবান জানানো হয়। সমাজভিত্তিক ক্যান্সার সেবা চালু করার পক্ষে মত দেন আলোচক বৃন্দ।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা