সিনিয়র স্টাফ রিপোর্টার : ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি সরকারি-বেসরকারি পর্যায়ে নানা অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে পালিত হবে। এদিন, রবিবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫ জন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা প্রদান করবেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা, ডকুমেন্টারি প্রদর্শন করা হবে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য টেলিভিশন, ও গণমাধ্যমে টক’শো, বিশেষ নিবন্ধ ও অন্যান্য অনুষ্ঠান পরিবেশিত হবে। জাতীয় দৈনিকগুলো বিশেষ প্রতিবেদনের ব্যবস্থা রেখেছে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ক্যান্সারবিরোধী ১০টি সংগঠনের জোট ‘মার্চ ফর মাদার’ সকাল দশটায় জরায়ুমুখের ক্যান্সার সচেতনতায় ‘জননীর জন্য পদযাত্রা’। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বটতলায় সংক্ষিপ্ত সমাবেশের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া। পদযাত্রাটি এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাব, ল্যাব এইড, ধানমণ্ডি, কলাবাগান, রাপা প্লাজা, আড়ং, আসাদ গেট হয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে গিয়ে শেষ হবে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বিকাল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত “আন্তর্জাতিক নারী দিবস ২০২০” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। সন্ধ্যা সাড়ে ছয়টায় ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেনট অব বাংলাদেশ (আইসিএমএবি) বাংলাদেশ আয়োজিত “আন্তর্জাতিক নারী দিবস ২০২০” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
দিবসটি উপলক্ষে ১১০তম আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এর উদ্যোগে বিকাল ৪.৩০টায় শাহবাগস্থ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ এবং নারী-শিশু ধর্ষণ-নির্যাতন বিরোধী মশাল মিছিল অনুষ্ঠিত হবে।
দিবসটি উপলক্ষে মীরপুর ১০ নম্বরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নারীর হৃদরোগ বিষয়ে আলোচনা সভা সকাল ১০টায় শুরু হবে।
আন্তর্জাতিক নারী দিবস পালনের লক্ষ্যে সরকারি বেসরকারি পর্যায়ে জেলা ও উপজেলা পর্যায়ে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। বাংলাদেশে নারী উন্নয়নে অসামান্য অগ্রগতি, সমতা সৃষ্টি, বৈষম্য হ্রাস, নারীর ক্ষমতায়ন, বাল্যবিয়ে বন্ধে সচেতনতা বৃদ্ধি, নারীর সুরক্ষা নিশ্চিত করা ও সকল ধরণের সহিংসতা বন্ধে ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন, স্যুভেনির প্রকাশিত ও প্রদর্শিত হবে। আগামী ১৬ থেকে ১৮ মার্চ দেশজুড়ে তিন দিনব্যাপী ‘নারী উন্নয়ন মেলা’ আয়োজন করা হবে।
দিনটি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ৮ মার্চ বিকেল সাড়ে ৪টায় ‘নারী উন্নয়নে বঙ্গবন্ধু’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এতে কথা সাহিত্যিক সেলিনা হোসেনকে সম্মাননা প্রদান করা হবে।
এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) উদ্যোগে এ উপলক্ষে আগামীকাল রোববার বেলা ১১টায় ডিআরইউ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হবে। এদিন নারী দিবস উপলক্ষে কেক কাটা হবে। পরে ডিআরইউ নারী সদস্য ও সকল সদস্যদের পরিবারের নারীদের জন্য ব্রেস্ট স্ক্রিনিং ও ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক হেলথ ক্যাম্প পরিচালিত হবে।
এছাড়া, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আগামী ১১ মার্চ ডিআরইউ’র উদ্যোগে এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নারী সদস্যদের বিশেষ সংকলন ‘কণ্ঠস্বর’ এর বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করা হবে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা