ভারতকে কাঁদিয়ে আইসিসি নারী টি২০ বিশ্বকাপের শিরোপা জিতেছে শক্তিশালী অস্ট্রেলিয়া।
বিশ্বকাপের ফাইনালে রবিবার ভারতকে ৮৫ রানে হারিয়েছে আয়োজক দেশ। টুর্নামেন্টের সাত আসরে এই নিয়ে পঞ্চমবার চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়ান মেয়েরা।
মেলবোর্নে টস জিতে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মুনির বিধ্বংসী ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে বিশ্বকাপ ফাইনালের রেকর্ড ১৮৪ রান করে অস্ট্রেলিয়া। হিলি ৭ চার ও ৫ ছক্কায় ৩৯ বলে খেলেন ৭৫ রানের ইনিংস।
আর বেথ মুনির ব্যাট থেকে আসে ৫৪ বলে ১০ চারে ৭৮ রানের অপরাজিত ইনিংস।
ব্যাটিংয়ে নেমে মাত্র ৯৯ রানে অলআউট হয় ভারত। অলরাউন্ডার দিপ্তি সর্বোচ্চ ৩৩ রান করেন।
অজিদের পক্ষে মেগান শুট ১৮ রানে ৪ উইকেট নিয়ে ফাইনালের সেরা বোলার। জেস জোনাসেন নিয়েছেন ২০ রান খরচায় ৩ উইকেট।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা