অনলাইন ডেস্ক
বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের প্রধান কোচের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সাবেক শ্রীলঙ্কান খেলোয়াড় হাশান তিলেকারত্নে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে দুই বছরের চুক্তি করেছেন তিনি।
বিসিবি নারী দলের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেলের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।
প্রতিবেদনে বলা হয়, নভেম্বরের প্রথম সপ্তাহেই ঢাকায় পা রাখবেন তিলেকারত্নে। এরপরই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিবেন নিগার সুলতানা জ্যোতি এবং সালমা খাতুনদের।
বর্তমানে শ্রীলঙ্কা নারী দলের প্রধান কোচের দায়িত্বে আছেন তিলেকারত্নে। অঞ্জু জৈনের বিদায়ের পর থেকে কোনো স্থায়ী কোচ নেই বাংলাদেশের। শুরুতে নারীদের দায়িত্ব ছিল দেশীয় কোচ শাহনেওয়াজের হাতে। পরে তাকে সরিয়ে কোচ করা হয় মাহমুদ ইমনকে।
আরোও পড়তে পারেন : শেষ ওভারের থ্রিলার জিতে প্লে-অফে এক পা বেঙ্গালুরুর