নিজেদের শ্রমের ফসল ঘরে পেতে ঘরোয়া ক্রিকেটে পারিশ্রমিক বাড়ানো, বিসিবির আয়ে নিজেেদের অংশ পাওয়াসহ ১৩ দফা দাবিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে লিখিত দাবি দিয়েছে ক্রিকেটাররা।
এদিকে, গত মঙ্গলবার নিজেদের দাবি জানানোর পর থেকে একের পর এক ঘটনা ঘটেই চলেছে।
বুধবার (২৩ অক্টোবর) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেছেন। সন্ধ্যায় নিজেদের আইনজীবীদের সঙ্গে বৈঠকে বসেন ক্রিকেটারেরা । এরপর তাদের আইনজীবী তাদের আগের ১১ টি দাবির কথা জানান। পাশাপাশি তিনি নতুন আরো দুটি দাবি যোগ হয়েছে বলে জানান।
মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে গত সোমবার প্রায় ৬০ জন ক্রিকেটারকে সঙ্গে নিয়ে ধর্মঘটের ঘোষণা দেন সাকিব আল হাসান। এর প্রেক্ষিতে মঙ্গলবার এক সুদীর্ঘ সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের এই আন্দোলকে বিশেষ মহলের ষড়যন্ত্র, দেশের ক্রিকেটকে অস্থিতিশীল করার চক্রান্ত বলে মন্তব্য করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।
তার জবাবে বুধবার গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের মুখপাত্র হিসেবে ব্যারিস্টার মুস্তাফিজ রহমান দাবিগুলো তুলে ধরেন।
ঘরোয়া ক্রিকেটে পারিশ্রমিক বাড়ানো, ক্রিকেটারদের প্রতি বোর্ডের দৃষ্টিভঙ্গি বদলানো সহ মোট ১১টি দাবি জানিয়েছিল তারা। যোগ হওয়া দুটি দাবির একটি হলো বোর্ডের রাজস্বের ভাগ দিতে হবে ক্রিকেটারদের এবং নারী ক্রিকেট দলকেও দিতে হবে ন্যায্য ভাগ।
জোর দিয়ে বলা হয়, ক্রিকেটাররা লিঙ্গ বৈষম্যে বিশ্বাস করে না। তাই পুরুষ ক্রিকেটাররা যে সুযোগ-সুবিধা পেয়ে থাকে তার সব দিতে নারী ক্রিকেটারদেরকেও দিতে হবে।
এছাড়া তাদের যে এক নম্বর দাবি ছিল, প্লেয়ার্স অ্যাসোসিয়েশন কোয়াব-এর সভাপতি ও সাধারণ সম্পাদককে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। এর সঙ্গে নতুন একটি ধারা যোগ করা হয়েছে; পেশাদার ক্রিকেটারদের আলাদা একটি সংগঠন চায় তারা।
তবে এখনই কোনো আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে না জানিয়ে মুস্তাফিজ জানান, বোর্ডের সঙ্গে বসতে প্রস্তুত ক্রিকেটাররা।
পরবর্তী পদক্ষেপ ঠিক করতে সংবাদ সম্মেলন শেষে মুখপাত্র মুস্তাফিজকে ছাড়া নিজেদের মধ্যে আলোচনায় বসে ক্রিকেটাররা। আলোচনায় বসার আগে সাকিব জানান, দ্রুত সমস্যার সমাধান করে যত শিগগির সম্ভব খেলায় ফিরতে চান তারা।
আগামী মাসে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ভারত সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। সেই লক্ষ্যে আগামী শুক্রবার জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হওয়ার কথা আছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা