বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতিসংঘের উদ্যোগে শুরু হওয়া ১৬ দিনব্যাপী প্রচারাভিযানে অংশগ্রহণ করেছে।
প্রতিবছর ২৫ নভেম্বর নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবসে ১৬ দিনের প্রচারাভিযান বা কর্মতৎপরতা শুরু হয় এবং শেষ হয় ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে।
নারী ও মেয়ে শিশুদের প্রতি জেন্ডারভিত্তিক সহিংসতা দূর করা ও বৈষম্য কমিয়ে আনার লক্ষ্যে উক্ত প্রচারাভিযানে সকল শ্রেণী,পেশা ও বয়সের নারী-পুরুষ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, গণমাধ্যম কমিউনিটি নেতাসহ সকলের অংশগ্রহণ।
মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত ১৬ দিনব্যাপী নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ প্রচারাভিযানের লক্ষ্যে বিএনএনআরসির কারিগরি সহায়তায় দেশের ১৮টি কমিউনিটি রেডিও’র মাধ্যমে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান (রেডিও টকস্সহ) নির্মাণ ও সম্প্রচার কার্যক্রম বাস্তবায়ন করার পাশাপাশি রেডিও’র সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জনসচেতনতা সৃষ্টির পরিকল্পনা বাস্তবায়ন করছে।
এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো নারীর প্রতি সহিংসতা দূরীকরণে সংশ্লিষ্ট আইন ও বিচার ব্যবস্থার তথ্য প্রদানের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি এবং দেশের অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সরকারি ও সংশ্লিষ্ট বেসরকারি সংস্থার যে সমস্ত আইনগত সুবিধা ও সেবা বরাদ্দ রয়েছে সে সম্পর্কে প্রচার-প্রচারণা।
কমিউনিটি রেডিওগুলো হল-কমিউনিটি রেডিও পদ্মা ৯৯.২ এফএম (রাজশাহী), কমিউনিটি রেডিও নলতা ৯৯.২ এফএম (সাতক্ষীরা), কমিউনিটি রেডিও লোকবেতার ৯৯.২ এফএম (বরগুনা), কমিউনিটি রেডিও পল্লীকন্ঠ ৯৯.২ এফএম (মৌলভবাজার), কমিউনিটি রেডিও সাগরগিরি ৯৯.২ এফএম (সীতাকু-, চট্টগ্রাম), কমিউনিটি রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম, (চাঁপাইনবাবগঞ্জ), কমিউনিটি রেডিও মুক্তি ৯৯.২ এফএম (বগুড়া), কমিউনিটি রেডিও চিলমারী ৯৯.২ এফএম (কুড়িগ্রাম), কমিউনিটি রেডিও ঝিনুক ৯৯.২ এফএম (ঝিনাইদহ), কমিউনিটি রেডিও কৃষি ৯৮.৮ এফএম (আমতলী, বরগুনা), কমিউনিটি রেডিও নাফ ৯৯.২ এফএম (টেকনাফ, কক্সবাজার), কমিউনিটি রেডিও সুন্দরবন ৯৮.৮ এফএম (খুলনা), কমিউনিটি রেডিও বিক্রমপুর ৯৯.২ এফএম (মুন্সিগঞ্জ), কমিউনিটি রেডিও বরেন্দ্র ৯৯.২এফএম( নওগাঁ), কমিউনিটি রেডিও মেঘনা ৯৯.০এফএম ( চরফ্যাশন, ভোলা), কমিউনিটি রেডিও সাগরদ্বীপ ৯৯.২ এফএম (হাতিয়া, নোয়াখালী) কমিউনিটি রেডিও সারাবেলা ৯৮.৮ এফএম (গাইবান্ধা) এবং কমিউনিটি রেডিও বড়াল ৯৯.০এফএম (বাঘা, রাজশাহী)।
আরও পড়ুন : নারী গৃহকর্মী হোসনা আক্তারকে বাংলাদেশে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন : পররাষ্ট্রমন্ত্রণালয়
ফেসবুক পেজ :
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা