অনলাইন ডেস্ক
সকালে (বুধবার) এই সভার শুরুতেই সবাইকে বসন্তের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। বলেন, ‘বসন্তের প্রথম দিন ভালোবাসার দিন। গণভবনে হাজারো ফুল ফুটেছে। সারাদেশ থেকে আগত বোনদের আগমনে গণভবন ধন্য হয়েছে।’ শেখ হাসিনা বলেন , ১, ৫৫৩ জন থেকে আমাদের ৪৮ জনকে বেছে নিতে হবে। এটা একটা কঠিন কাজ। প্রত্যেকের সাথে আলাদা করে বসা সম্ভব নয় বলে সবাইকে একসাথে গণভবনে ডেকেছি।
নারী নেতৃত্ব গড়ে তুলতে বঙ্গবন্ধু সংবিধানে সংরক্ষিত নারী আসনের পদ সৃষ্টি করেন উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যে আদর্শ নিয়ে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন, বঙ্গবন্ধু হত্যার পর তা ভুলন্ঠিত হয়। ইতিহাস বিকৃতি করা হয়। ৮১ সালে দেশে ফিরে কিছুই পাইনি, কেবল পেয়েছিলাম সারি সারি কবর। আমার চলার পথ সহজ ছিল না। পদে পদে বাধা ছিল, যা এখনও আছে।’
শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগের নেতা কর্মীদের বৈরী পরিবেশে মোকাবেলা করে ক্ষমতায় আসতে হয়েছে। বঙ্গবন্ধুর কোনো উত্তরসূরী যাতে বেঁচে না থাকে সেজন্য শিশু রাসেলকেও তারা হত্যা করে। কিন্তু সুনির্দিষ্ট লক্ষ্য ও আদর্শ নিয়ে কাজ করলে লক্ষ্যে পৌঁছানো যায় এটা আমরা প্রমাণ করেছি।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা