নারীবিদ্বেষী ওয়াজ চলবে আর শরিয়ত বাউল জেলে থাকবে তা হবে না : শিরীন আখতার
মুক্তিযুদ্ধের বাংলাদেশে নারীবিদ্বেষী ওয়াজ চলবে আর শরিয়ত বাউল জেলে থাকবে তা হবে না। জাসদ সাম্প্রদায়িকতা, প্রতিক্রিয়াশীলতার সাথে আপস করবে না।
শনিবার ( ২৫ জানুয়ারি) বরিশাল জাসদের মহানগর সম্মেলনে একথা জানান সাধারণ সম্পাদক শিরীন আখতার।
তিনি বলেন, উন্নয়নের সুফল ও সাধারণ মানুষের হক যেন লুটেরা দুর্নীতিবাজরা চুরি করে খেয়ে ফেলতে না পারে তার আইনের শাসন ও সুশাসন নিশ্চিত করতে হবে।
শিরীন আখতার শেখ হাসিনার শুদ্ধি অভিযানের প্রতি সমর্থন জানিয়ে বলেন, দুর্নীতি বিরোধী অভিযান জেলা উপজেলায় ছড়িয়ে দিতে হবে। একজন দূর্নীতিবাজ লুটেরাও যেন ছাড় না পায়। তিনি বলেন, বৈষম্যের অবসানে সমাজতন্ত্রের বিকল্প নাই। সমাজতন্ত্রকে সংবিধানের পাতায় বন্দী না রেখে অর্থনৈতিক পরিকল্পনায় প্রয়োগ করতে হবে।
কাউন্সিল অধিবেশনে আব্দুল হাই মাহবুবকে সভাপতি ও সাজ্জাদ হোসেনকে সাধারণ সম্পাদক করে বরিশাল জেলা এবং মোসলেম শিকদারকে সভাপতি ও তাজ মোহাম্মদ স্বপনকে সাধারণ সম্পাদক করে বরিশাল মহানগর কমিটি নির্বাচন করা হয়েছে।
মহানগর জাসদের সভাপতি প্রবীন নেতা মজিবুল হকের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এ সম্মেলন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই মাহবুব, জাসদ নেতা মোঃ মোহসীন, সাংগঠনিক সম্পাদক মীর্জা মোঃ আনোয়ারুল হক, দফতর সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, জুলফিকার মান্নান জামী, সাজ্জাদ হোসেন প্রমূখ।
এ ছাড়াও এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি নজরুল হক মিলু।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা