ফিলিপাইনে নারিকেলের তাড়ি খেয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়া আরো ৩ শতাধিক লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের মধ্যে কয়েকজন ক্রিসমাস পার্টি উদযাপন করতে গিয়ে ওই পানীয় পান করেছিলেন।
সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
জানা গেছে, রাজধানী ম্যানিলার দক্ষিণের দুটি প্রদেশ, লাগুনা ও কেজোনে এসব ঘটনা ঘটে। সবাই লাম্বানোগ নামের স্থানীয়ভাবে জনপ্রিয় একটি তাড়ি পান করেছিলেন। দেশটিতে ছুটির দিন ও উৎসবগুলোতে এ পানীয়টির ব্যবহার ব্যাপক।
লাগুনার রিজাল শহরে বৃহস্পতিবার ও রবিবার অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, জন্মদিনের উৎসব ও অবসরের পানীয় হিসেবে কিছু লোক এটি কিনেছিলেন। অন্যদের বড় দিন উপলক্ষে স্থানীয় কর্মকর্তারা পানীয়টি দান করেছিলেন।
গুরুতর অসুস্থ হয়ে পড়া একজন জানিয়েছেন, তিনি যে তাড়ি খেয়েছিলেন সেটি তার নিজ শহরেই উৎপাদন করা হয়েছিল।
২০১৮ সালেও ফিলিপাইনে এ তাড়ি পান করে ২১ জনের মৃত্যু হয়েছিল। রয়টার্স।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা