অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র পদে নৌকার টিকিট পাওয়ার লড়াইয়ে রয়েছেন- বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা.সেলিনা হায়াত আইভী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা এবং মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু চন্দন শীল।
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী চূড়ান্ত করার বৈঠক হলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত জানা যায়নি। বিকাল থেকেই আওয়ামী লীগ কার্যালয়ে বর্তমান মেয়র সেলিনা হায়াত আইভীর সমর্থকরা ভিড় করেন। রাত ৮টা পর্যন্ত মেয়র পদে কারও নাম প্রকাশ না করায় তারা কিছুটা হতাশ হয়ে বাসাবাড়িতে ফিরে যান।
আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, বেশ কয়েকটি অনুষ্ঠানে যারা প্রকাশ্যে আইভীকে ভোট দিতে নিষেধ করেছেন, তারাই এবার দল থেকে মনোনয়ন চেয়েছেন। আইভীর অনুসারীদের মতে, যে যাই বলুক, বিগত তিনটি নির্বাচনের ধারাবাহিকতা এবারও বজায় থাকবে। এবার মেয়র আইভীর জনপ্রিয়তা আরও বেড়েছে বলেও তারা মনে করেন। অনেকেই বলেন, মেয়র আইভীর কোনো বিকল্প তৈরি হয়নি। তিনি যেভাবে উন্নয়ন করেছেন, আর কেউ এতটা আন্তরিকতা নিয়ে কোনো উন্নয়ন করেননি।
স্থানীয় আওয়ামী লীগের এই গ্রুপটির মতে, মেয়র আইভীর সবচেয়ে বড় গুণ হলো তিনি গোটা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকাজুড়ে পরিকল্পিত উন্নয়ন করে চলেছেন। রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি মানুষের প্রয়োজনীয় সব ধরনের উন্নয়ন করছেন। তারা বলছেন, এবারও আইভীর কোনো বিকল্প নেই। আওয়ামী লীগের মনোনয়ন পেতে আশাবাদী বাকি তিন প্রার্থীই। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা অনুসারীদের ধারণা, এবার নৌকার প্রার্থী মনোনয়নে পরিবর্তন আসবে। সেক্ষেত্রে খোকন সাহাই যোগ্য প্রার্থী। বাকি দুই মনোনায়নপ্রত্যাশীর অনুসারীরাও মনে করছেন, তারাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুডবুকে রয়েছেন। সুতরাং তাদের মধ্যে কেউ একজন চূড়ান্ত মনোনয়ন পেতে পারেন।
উল্লেখ্য, এবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচন। এর আগে দ্বিতীয় দফায় গত ২০১৬ সালের ডিসেম্বরে নাসিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী দ্বিতীয় দফায় মেয়র নির্বাচিত হন। এর আগে ২০১১ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান এমপি শামীম ওসমানকে পরাজিত করে নাগরিক ঐক্যের প্রার্থী হিসেবে ডা. সেলিনা হায়াত আইভী বিজয়ী হন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা