বলিউডের ‘নায়ক’ ছবির কথা মনে আছে? একদিনের মুখ্যমন্ত্রী ‘শিবাজি রাও’ অনিল কাপুর রাস্তায় নেমে আমলাতান্ত্রিক সরকারের ঘুঘুর বাসা ভেঙে নিজের কর্তব্য পালন করেছিলেন।
রিল লাইফের সেই মুখ্যমন্ত্রীর প্রতিচ্ছবিই যেন রিয়েল লাইফের অরবিন্দ কেজরিওয়াল। দুর্নীতিমুক্ত সমাজ তিনিই গড়তে পারেন, এনটাই আশা আম আদমি পার্টির অগুনতি কর্মী-সমর্থকের। তাই তো দিল্লির রামলীলা ময়দানে শপথগ্রহণের মঞ্চে ছেয়ে গিয়েছিল পোস্টার, ‘কেজরিওয়াল নায়ক ২’।
কেন ‘নায়ক’ ছবির সঙ্গে তুলনা? সমর্থকদের মতে, পর্দার শিবাজি রাও এবং অরবিন্দ কেজরিওয়ালের উত্থান একইরকম। আম আদমি থেকে মুখ্যমন্ত্রী, এই যাত্রাপথ দুজনের মোটামুটি একই।
দুর্নীতিমুক্ত গড়ে তোলার জন্য পথে নেমে আন্দোলন করেছিলেন কেজরি। তারই ফলস্বরূপ দিল্লিবাসীর হৃদয়ের মণিকোঠায় স্থান পেয়েছেন তিনি। তাও তিন-তিনবার। রাস্তায় নেমে জনগণের মধ্যে থেকে কাজ করেন কেজরিওয়াল, এমনটাই বলছে দিল্লি।
রবিবার তৃতীয়বারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন অরবিন্দ কেজরিওয়াল। শপথের মঞ্চে সমাজের ‘আম আদমি’দেরই প্রাধান্য দিয়েছেন কেজরিওয়াল।
তাই সাফাইকর্মী, অটো-বাস-মেট্রো চালক, বিভিন্ন স্কুলের শিক্ষক কর্মীরা কেজরিওয়ালের শপথগ্রহণের মঞ্চে হাজির ছিলেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, শপথগ্রহণ অনুষ্ঠানের মঞ্চে আম জনতার উপস্থিতি এক নজিরবিহীন ঘটনা।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা