অনলাইন ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নামিবিয়ার বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। লঙ্কানদের আমন্ত্রণে আগে ব্যাট করতে নামবে বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে আসা দলটি। টস জেতার পর শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা জানিয়েছেন, মূলত শিশিরের কথা মাথায় রেখে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অন্যদিকে নামিবিয়া অধিনায়ক জেরহার্ড এসারমাসেরও আগে ব্যাটিং করতে সমস্যা নেই।
শ্রীলঙ্কা একাদশ
কুশল পেরেরা, পাথুম নিসাঙ্কা, দীনেশ চান্দিমাল, আভিশকা ফার্নান্দো, ভানুকা রাজাপাকশে, দাসুন শানাকা, চামিকা করুনারাত্নে, ভানিন্দু হাসারাঙ্গা, দুশমন্থ চামিরা, মহেশ থিকশানা ও লাহিরু কুমারা।
নামিবিয়া একাদশ
স্টিফেন বার্ড, জেন গ্রিন, ক্রেইগ উইলিয়ামস, জেরহার্ড এরাসমাস, ডেভিড উইসে, জে জে স্মিট, জান ফ্রাইলিংক, পিকি ইয়া ফ্রান্স, ইয়ান নিকোল, রুবেন ট্রাম্পেলমান, বার্নার্ড স্কোল্টজ।
আরোও পড়তে পারেন : চ্যাম্পিয়ন্স ট্রফিতে নরকিয়ার বদলি বেছে নিলো দক্ষিণ আফ্রিকা