ময়মনসিংহ প্রতিনিধি
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বাতুয়াদী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফরহাদের রড় ভাই মাসুদ বলেন, ‘নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বাতুয়াদী গ্রামের আমাদের প্রতিবেশি ভাই ছাত্তার ,সুলতান, বাক্কারসহ বেশ কয়েকজন ইয়াবা সেবন ও বিক্রির সাথে জড়িত। প্রায় সময়ই এরা বাড়ির পাশে বসে অবাধে ইয়াবা সেবন ও বিক্রির করে। এদের এসব কাজে আমার ছোট ভাই ফরহাদ প্রতিবাদ করায় মঙ্গলবার (২১ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৮টার দিকে তাকে ডেকে নিয়ে গলার নীচে ছুরিকাঘাত করে। পরে তার চিৎকারে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাশের জেলা কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে নান্দাইল মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আবুল হাসেম বলেন, ‘বাড়ির দু’পক্ষের দুই শিশু খেলার সময় শরীরে বালি নিক্ষেপ করলে এ নিয়ে মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সামান্য কথাকাটাকাটি হলে পরে আবার দু’পরিবারের মধ্যে মিমাংসা হয়ে যায়। কিন্তু রাতে আবার এ নিয়ে তর্ক হলে প্রতিপক্ষের লোকজন ওই কিশোরকে গলার নীচে ছুরিকাঘাত করলে তার মৃত্যু হয়।’
তিনি আরো জানান,‘এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী প্রদক্ষেপ গ্রহনের প্রস্তুতি চলছে বলেও নান্দাইল মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আবুল হাসেম জানান।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা