অনলাইন ডেস্ক
সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় রেললাইন পাহারার দায়িত্ব থাকা এক আনসার সদস্য মাধনগর রেলস্টেশনের উত্তরে ২৪৪ নম্বর ব্রীজের কাছের রেল লাইনে ফাটল দেখতে পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। এদিকে রাতেই রেললাইন মেরামতের কাজ শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ।
রেল লাইনে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য মিজানুর রহমান বলেন, ‘আমরা রেল লাইনের পাশ দিয়ে টহল দিতে দিতে যাওয়ার সময় রেললাইন ফাটলের বিষয়টি দেখতে পাই। দেখার সাথে সাথে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
এ বিষয়ে মাধনগর রেলস্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার মো. শামিম হোসেন জানান, রেললাইন ফাটার খবর পেয়ে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। সেখান থেকে ইঞ্জিনিয়াররা এসেছেন, এবং মেরামতে কাজ শুরু করেছেন। তিনি বলেন, অতিরিক্ত ঠান্ডার কারণে এমন ঘটনা ঘটতে পারে। ঘটনার পর কিছু সময় ট্রেন ধীর গতিতে চললেও সবসময় ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা