অনলাইন ডেস্ক
নাটোর সংবাদদাতা: নাটোরের বনপাড়া মহাসড়কের আহমেদপুরে বালু ভর্তি ট্রাকের ধাক্কায় চালক ও তার সহকারী নিহত হয়েছে।
আজ শনিবার (৬ই জানুয়ারি) ভোরে বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর কারবালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি এ এন এম মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- ঝিনাইদহ জেলার বাসিন্দা ট্রাক চালক শাহীন হোসেন (২৮) এবং হেলপার জসিম (২৬)।
পুলিশ জানায়, রাজশাহী থেকে বালু ভর্তি একটি ট্রাক ঝিনাইদহ যাচ্ছিল। এসময় নাটোরের আহমেদপুর এলাকায় একটি চলন্ত ট্রাক অপর একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে অপর একটি ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলে ট্রাকের চালক ও সহকারী মারা যায়।
তিনি আরও জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে এ কর্মকর্তা জানান।
আরোও পড়তে পারেন : ‘বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ’