অনলাইন ডেস্ক
আজ বৃহস্পতিবার (১৪ই মার্চ) দুপুরে এই রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম। সেই সঙ্গে রায়ে মিঠুন আলীকে ৫০ হাজার, আশরাফুল ইসলামকে ২০ হাজার টাকা অর্থ দন্ডাদেশ দেন আদালত।
সাজাপ্রাপ্ত মিঠুন আলী নলডাঙ্গা উপজেলার মমিনপুর গ্রামের সলেমান মন্ডলের ছেলে। আশরাফুল ইসলাম একই এলাকার আব্দুল জলিলের ছেলে এবং সাব্বির হোসেন একই এলাকার সাইফুল ইসলামের ছেলে।
নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের স্পেশাল পিপি আনিসুর রহমান জানান, ২০২১ সালের ৩১শে মে ভুক্তভোগী কিশোরী দুপুরে বাড়ির পাশে মাঠে ছাগল চড়াতে নিয়ে যান। এ সময় একই এলাকার মিঠুন আলী তাকে জোরপূর্বক আখক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এসময় আশরাফুল এবং সাব্বির ধর্ষণে সহযোগিতা করে। পরে ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে মিঠুন, আশরাফুল এবং সাব্বির পালিয়ে যায়। এর পরের দিন ভুক্তভোগী বাদী হয়ে মিঠুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এবং তাকে সহযোগিতার জন্য আশরাফুল ও সাব্বিরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আদালত ৩ আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন। সেই সঙ্গে অর্থদণ্ডের ৭০ হাজার টাকা ভিকটিমকে প্রদানের নির্দেশ দেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা