অনলাইন ডেস্ক
শুক্রবার (৭ মে) দুপুরের দিকে উপজেলার আটটিকা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আলী ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
আটক চারজন হলেন- নিহতের ছোট ভাই মো. আনসার আলী (৫২) ও তার তিন ছেলে মো. মতিউর রহমান (৩০), মো. আশিক (১৫) ও মো. মামুন (১৮)। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে উপজেলার আটটিকা গ্রামের মৃত মফিজ উদ্দিনের বড় ছেলে জান আলীর সঙ্গে তার ছোট ভাই আনসার আলীর বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে শুক্রবার দুপুরের দিকে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। এতে আলীসহ উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হন। এ অবস্থায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলীকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, আহত অন্যরা ওই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। আর সংঘর্ষের ঘটনায় জড়িত চার জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একইসঙ্গে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা