অনলাইন ডেস্ক
ওয়ান্দা মেত্রোপলিতানোয় মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চ্যাম্পিয়নস লিগে ‘বি’ গ্রুপের ম্যাচের শুরুতে দলকে এগিয়ে নেয়ার পর শেষে জয়সূচক গোলটিও করেন মোহামেদ সালাহ। লিভারপুলের পক্ষে অপর গোলটি করেছেন নাবি কেইতার।
ম্যাচটা যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেটা সবারই জানা ছিল। ২০১৯-২০ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল ১৩ মিনিটে সালাহ আর কেইতার গোলে এগিয়ে যায়। তবে হাল ছাড়ার দল নয় অ্যাথলেটিকো মাদ্রিদ। দুই গোলে পিছিয়ে পরেও ফরাসি ফরওয়ার্ড গ্রিজমানের জোড়া গোলে ম্যাচ সমতায় ফেরে অ্যাথলেটিকো।
তবে সেই গ্রিজমানই লাল কার্ড খেয়ে মাঠ ছাড়ে ৫২ মিনিটে। আর তারপর ১০ জনের অ্যাথলেটিকো নিজ মাঠেও পেরে ওঠেনি লিভারপুলের সাথে। ৭৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে জিতিয়ে মাঠ ছাড়ে মোহাম্মদ সালাহ।
এই জয়ে ‘বি’ গ্রুপের ৩ ম্যাচে সবকটিতে জয় নিয়ে টেবিলের শীর্ষ স্থানে আছে লিভারপুল। আর এক জয় এক হার এবং এক ড্র নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অ্যাথলেটিকো মাদ্রিদ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা