অনলাইন ডেস্ক
নাইজেরিয়ার বর্নো প্রদেশে নিরাপত্তা বাহিনীর গাড়িবহরে জঙ্গি সংগঠন আইএস’র চোরাগোপ্তা হামলায় ৪ জন সেনা সদস্য, ১০ জন পুলিশ কর্মকর্তাসহ ১৮ জন প্রাণ হারিয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, নিহতদের মধ্যে ৪ জন সেনা সদস্য, ১০ জন পুলিশ কর্মকর্তা এবং চারজন বেসামরিক নাইজেরিয়ান রয়েছেন।
হামলার পরপরই দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি সংগঠন আইএস। তারা জানায়, বাগা শহরের মূল সড়কে স্থলমাইন পুতে রেখেছিলো তারা। গাড়ি ওপর দিয়ে যাওয়ার সময়ই ঘটে বিস্ফোরণ। এর পরই, চারপাশ থেকে গোলাগুলি শুরু হয়। তবে এ ঘটনায় কমপক্ষে ৩০ জন মারা গেছেন বলে তারা দাবি করছে।
আরোও পড়তে পারেন : আগামীকাল কালো আর্মব্যান্ড পরে খেলবে বাংলাদেশ-পাকিস্তান