মালির সীমান্তের কাছে নাইজারের একটি সেনা ক্যাম্পে জেহাদিদের হামলায় ৭১ জন সেনা সদস্য নিহত হয়েছে। শত শত জেহাদি শেলিং ও মর্টার নিয়ে এ হামলা চালায়। মালির প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এ কথা জানায়।
পশ্চিমাঞ্চলে তিলাবেরী এলাকায় মঙ্গলবারের এই হামলা ২০১৫ সালে সহিংসতার শুরুর পর থেকে সবচেয়ে ভয়ঙ্কর হামলা।
জাতীয় টেলিভিশনে সম্প্রচারিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, হামলায় ৭১ সেনা সদস্য মারা গেছে, ১২ জন আহত হয়েছে এবং আরো অনেকে নিখোঁজ রয়েছে।”
ভারি অস্ত্র নিয়ে শত শত সন্ত্রাসী এই হামলা চালিয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, “বিপুল সংখ্যক সন্ত্রাসীকে প্রতিহত করা হয়েছে।
একটি সূত্র জানিয়েছে, জঙ্গিরা ওই ক্যাম্পে কামান ও গোলাবর্ষণ করেছে। গোলাবারুদ আর বোমা বিস্ফোরণ থেকেই বহু সেনা নিহত হয়েছেন।
কোন গ্রুপ এই হামলার জন্য দায়ী সূত্র তা নিশ্চিত করতে পারেনি। এএফপি।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা