অনলাইন ডেস্ক
চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যাক্তির বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, নতুন চুক্তির মূল্য বছরে ১০০ মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ১২০০ কোটি টাকা।যার সঙ্গে যুক্ত থাকবে জাতীয় দলের জার্সির বিক্রির রয়্যালটি—যা আগের চুক্তিতে অন্তর্ভুক্ত ছিল না।
এই নতুন চুক্তির আওতায় সিবিএফ প্রথমবারের মতো বিশ্বের বিভিন্ন স্থানে তাদের পণ্য লাইসেন্স করার এবং অনুমোদিত স্টোর খোলার সুযোগ পাবে। ব্রাজিল এবং নাইকের সম্পর্ক ১৯৯৬ সাল থেকে রয়েছে, এবং আগের চুক্তিটি ২০২৬ সালে শেষ হওয়ার কথা ছিল।
সিবিএফ প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজ নাইকির সঙ্গে নতুন চুক্তির বিষয়ে বলেছেন, ‘এই চুক্তি ব্রাজিলিয়ান ফুটবলের শক্তিকে প্রমাণ করে।এটি ফুটবল ইতিহাসের অন্যতম দীর্ঘস্থায়ী এবং সফল অংশীদারিত্বের একটি। একসঙ্গে আমরা ব্রাজিলের অসাধারণ ফুটবলের উদ্যাপন চালিয়ে যাব এবং জোগো বনিতোর ঐতিহ্যকে ধরে রাখব।’
এই চুক্তি নিয়ে নাইকির লাতিন আমেরিকা অঞ্চলের সহসভাপতি ডং বাওয়েল বলেছেন, ‘ব্রাজিলিয়ান ফুটবলের সঙ্গে আমাদের পুরোনো প্রতিশ্রুতি আরও শক্তিশালী হলো।’এই চুক্তি শুধুমাত্র ব্রাজিলের পুরুষ এবং মহিলা জাতীয় ফুটবল দল নয়, বরং বিচ ফুটবল এবং ফুটসলাল দলগুলির ক্ষেত্রেও প্রযোজ্য।ব্রাজিল ছাড়াও নাইকির স্পনসর করা জার্সি পরে খেলতে দেখা যায় অস্ট্রেলিয়া, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, নাইজেরিয়া, পোল্যান্ড, পর্তুগাল, সৌদি আরব এবং দক্ষিণ কোরিয়ারকে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা