স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ এমপিওভুক্তি করণের জন্য প্রধানমন্ত্রীর সাক্ষাতের দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেছেন।
তারা আন্দোলনের অষ্টম দিনে এবং আমরণ অনশনের দ্বিতীয় দিনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে এ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।
এতদিন ধরে শিক্ষকেরা এমপিও নীতিমালা ২০১৮ স্থগিত করে স্বীকৃতিই একমাত্র মানদন্ড ধরে শুধু স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিও’র দাবি জানিয়ে আসছিল।
শিক্ষক নেতৃবৃন্দ বলেন, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি চলমান “আমরণ অনশন” কর্মসূচী স্থগিতের জন্য আহ্বান জানিয়েছেন এবং তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে নেতৃবৃন্দের সাক্ষাত করিয়ে দেওয়ার কথাও বলেছেন। তাঁর এই আহ্বানে সাড়া দিয়ে সংগঠনের উপস্থিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির প্রতি সম্মান দেখিয়ে আমরণ অনশন কর্মসূচী সাময়িক স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সংগঠনের প্রত্যাশা, শিক্ষামন্ত্রী দ্রুতই প্রধানমন্ত্রীর সঙ্গে সংগঠনের নেতৃবৃন্দের সাক্ষাতের ব্যবস্থা করবেন এবং দাবী দাওয়া পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা