অনলাইন ডেস্ক
নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হচ্ছেন ২৫ জন। এর মধ্যে দুজন টেকনোক্র্যাট। এ ছাড়া ১১ জন প্রতিমন্ত্রী হচ্ছেন।
নতুন মন্ত্রিসভায় আমন্ত্রণ পাওয়াদের গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শপথ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। সচিবালয়ে বুধবার রাতে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম জানান। ডাক পাওয়া ৩৬ জনের মধ্যে ১৯ জনই নতুন মুখ। কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা আজ শপথ গ্রহণের পর জানা যাবে।
মন্ত্রী হিসেবে যারা আমন্ত্রণ পেয়েছেন তাঁরা হলেন- আ, ক, ম, মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, আসাদুজ্জামান খান, দীপু মনি, মোঃ তাজুল ইসলাম, মুহাম্মদ ফারুক খান, আবুল হাসান মাহমুদ আলী, আনিসুল হক, মোহাম্মদ হাছান মাহমুদ, মোঃ আব্দুস শহীদ, সাধন চন্দ্র মজুমদার, র. আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী, মোঃ আব্দুর রহমান, নারায়ন চন্দ্র চন্দ, আব্দুস সালাম, মহিবুল হাসান চৌধুরী, ফরহাদ হোসেন, মোঃ ফরিদুল হক খান, মোঃ জিল্লুল হাকিম, সাবের হোসেন চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, নাজমুল হাসান, স্থপতি ইয়াফেস ওসমান ও সামন্ত লাল সেন।
প্রতিমন্ত্রী হিসেবে যারা আমন্ত্রণ পেয়েছেন, তাঁরা হলেন- সিমিন হোসেন, নসরুল হামিদ, জুনাইদ আহমেদ পলক, মোহাম্মদ আলী আরাফাত, মোঃ মহিববুর রহমান, খালিদ মাহমুদ চৌধুরী, জাহিদ ফারুক, কুজেন্দ্র লাল ত্রিপুরা, রুমানা আলী, শফিকুর রহমান চৌধুরী ও আহসানুল ইসলাম ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা