২০১৯ সালে সিনেমায় হতাশা কাটিয়ে একটি সফল বছর পাবে ঢাকার চলচ্চিত্রাঙ্গন ঢালিউড, এমন প্রত্যাশা সবারই। ২০২০ সালে মুক্তি পাবে এমন তালিকায় আছে বেশ কিছু মান সম্মত ও ভালো বাজেটের সিনেমা।
আবারো সফল একটি বছর পাওয়ার আশায় বুক বেঁধেছেন সবাই। গত বছর ৪৫টির মতো সিনেমা মুক্তি পেলেও লগ্নিকৃত টাকা তুলে আনতে পেরেছে একটি মাত্র সিনেমা। সেটি শাকিব খান অভিনীত ‘পাসওয়ার্ড’।
এই পরিসংখ্যান সিনেমা শিল্পের জন্য হুমকির, ভয়ানক ভবিষ্যতের আভাস। বাকি সিনেমাগুলো আলোচনায় থাকলেও ব্যবসায়িকভাবে সাফল্য পায়নি।
তবে এবার ২০২০ সালে যে সিনেমাগুলো ঢালিউডকে সমৃদ্ধ করতে পারে একনজরে সেগুলো দেখে নেয়া যাক:
বীর: শাকিব খান ফিল্মস প্রযোজিত, কাজী হায়াত পরিচালিত তৃতীয় সিনেমা ‘বীর’। নির্মাণের শুরু থেকে বীর আলোচিত। এ সিনেমার মাধ্যমে কাজী হায়াত পূর্ণ করতে যাচ্ছেন তার ৫০তম সিনেমা নির্মাণ। ১২ ডিসেম্বর সকালে ছবির ফার্স্টলুক প্রকাশের পরেই তুমুলভাবে আলোচিত হয়। প্রথম পোস্টারে শাকিবের এই লুক পছন্দ করেছেন তার ভক্তরা। শুধু তাই নয়, বীরে শাকিব খানের লুক দেখে মুগ্ধতা জানিয়েছিলেন শোবিজের অনেক শিল্পী, কলাকুশলী থেকে কিংবদন্তি ফারুক, সোহেল রানা। বীরের নায়িকা বুবলী। আরও আছেন মিশা সওদাগর। বর্তমানে সিনেমাটির শুটিং শেষের দিকে। বাকি আছে দুটি গান। জানুয়ারির প্রথম সপ্তাহে সেটাও সম্পন্ন হবে। ইতোমধ্যে শাকিব খান জানিয়েছেন, জাতীর পিতার জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে ছবিটি উৎসর্গ করা হচ্ছে। ফেব্রুয়ারিতে না এলেও ২৬ মার্চেই বীর মুক্তি পাবে। সবকিছু বিবেচনায় বলা যায়, ২০২০ এর শুরুতেই ‘বীর’ সিনেমা ব্যবসায়িকভাবে ঢালিউডকে বড়সড় নাড়া দিতে পারে!
২০১৯ সালে ঢাকাই সিনেমাপাড়ার সাফল্য-ব্যর্থতা
বিউটি সার্কাস: ২০২০ মালে মুক্তির প্রতীক্ষায় থাকা চলচ্চিত্রগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত ছবির নাম ‘বিউটি সার্কাস’। মাহমুদ দিদার পরিচালিত এই ছবিটির শুটিং শুরু হয় ২০১৬ সালে। ২০১৯ সালে মুক্তির কথা থাকলেও ছবি সম্পাদনার কাজসহ নানা জটিলতায় পড়ে শেষ পর্যন্ত হলে আসেনি জয়া আহসান অভিনীত তারকাবহুল এই ছবি। তবে ২০২০ সালে দেশব্যাপী মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। ‘বিউটি’ চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান। আর নায়ক ‘রংলাল’ চরিত্রে অভিনয় করেছেন এবিএম সুমন। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস, তৌকীর আহমেদ, গাজী রাকায়েত প্রমুখ। সিনেমার গল্পটি গড়ে উঠেছে সার্কাসের মালিক ও প্রধান ম্যাজিশিয়ান বিউটিকে কেন্দ্র করে। যার রূপ এবং জাদুতে পাগল তিন প্রভাবশালী ব্যক্তি। বিউটিকে নিজের করে পেতে চায় তিনজনই। তিনজনের প্রতিযোগিতায় হুমকির মুখে পড়ে সার্কাস দলেরই অস্তিত্ব। তবে সুন্দরী-বুদ্ধিমতী বিউটি কৌশলে কাটিয়ে নেয় বিপদ।
মিশন এক্সট্রিম: হাইভোল্টেজ ‘ঢাকা অ্যাটাক’ দর্শকদের পছন্দের সিনেমা। পরিচালক বাদে ওই টিমই নির্মাণ করছে ‘মিশন এক্সট্রিম’। এবার নির্মাণে রয়েছেন ফয়সাল আহমেদ ও সানী সানোয়ার। ‘কপ ক্রিয়েশন’-এর ব্যানারে নির্মিত বাংলাদেশের দ্বিতীয় পুলিশ অ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম’। ক্রাইম, থ্রিলার, সাসপেন্স এবং অ্যাকশন নির্ভর একটি মৌলিক গল্পের উপর ভিত্তি করে সিনেমাটি নির্মিত হচ্ছে বলে জানান নির্মাতা ফয়সাল আহমেদ। তিনি ছিলেন ’ঢাকা অ্যাটাক’ ছবির জ্যেষ্ঠ সহকারী পরিচালক। আরিফিন শুভর সঙ্গে প্রথমবার অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলাসহ অনেকে। ৩০ নভেম্বর ‘মিশন এক্সট্রিম’-এর ফার্স্টলুক সাড়া ফেলে। আসন্ন রোজার ঈদে সিনেমাটি মুক্তি পাবে। অনেক প্রত্যাশার এ সিনেমাটি হতে পারে ২০২০-এ আলোচিত।
ফিল্ম ক্লাবের নতুন সভাপতি অমিত হাসান
শান: নবীন নির্মাতা এম রাহিম পরিচালিত সিনেমা শান, যিনি ‘পোড়ামন ২’ ও ‘দহন’ সিনেমার সহকারী ছিলেন। কলকাতার খ্যাতনামা পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গেও আছে কাজের অভিজ্ঞতা। সিয়াম, তাসকিন, পূজা চেরীকে নিয়ে তিনি নির্মাণ করছেন ‘শান’। সিনেমাটির বেশিরভাগ কাজ শেষ, বাকি আছে গানের শুটিং। জানা যায়, সিনেমাটির প্লেব্যাকে থাকবে বিশেষ চমক। বলিউডের একাধিক জনপ্রিয় তারকা সিনেমায় গাইতে পারেন! পুরোপুরি অ্যাকশন, থ্রিলার গল্পের সিনেমা ‘শান’ মুক্তি পাবে রোজার ঈদে। এ সিনেমাটি নিয়েও দর্শকদের প্রত্যাশা কম নয়। ধারণা করা যাচ্ছে, এ সিনেমাটি সাফল্য পাবে।
অপারেশন সুন্দরবন: প্রথম সিনেমা ‘ঢাকা অ্যাটাক’ নির্মাণ করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন দীপঙ্কর দীপন। র্যাবের সহযোগিতায় তিনি এবার বানাচ্ছেন অপারেশন সুন্দরবন। সেখানকার জীব বৈচিত্রের পাশাপাশি সুন্দরবন্দে জলদস্যু দমনে র্যাবের বিভিন্ন অপারেশন উঠে আসবে এ সিনেমায়। রিয়াজ, সিয়াম, রোশান, নুসরাত ফারিয়ার মতো তারকা দীপনের অপারেশন সুন্দরবনে কাজ করছেন। পরীক্ষিত নির্মাতা দীপনের এ সিনেমা আসবে ঈদুল আযহায়। ঢালিউডবাসির অপেক্ষা দীপন তার নতুন এ সিনেমা দিয়ে আবার দর্শকদের হলমুখী করবেন।
পাপ-পুণ্য: মনপুরা, স্বপ্নজালের পর নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের তৃতীয় সিনেমা ‘পাপ-পুণ্য’। এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। মনপুরার অভাবনীয় সাফল্যের পর আবার রুপালি পর্দায় আসছে গিয়াস উদ্দিন-চঞ্চল জুটি। এরসঙ্গে বাড়তি চমক হালের ক্রেজ সিয়াম আহমেদ। আরো রয়েছেন আফসানা মিমি ও সুমি। ভালোবাসা দিবস সামনে রেখে নতুন বছরের ফেব্রুয়ারিতেই সিনেমাটির মুক্তির সম্ভাব্য ঘোষণা দেয়া হয়েছে। ধারণা করা যাচ্ছে, এই ছবিটি চলতি বছরের ব্যবসা সফল ছবির তালিকায় নাম লেখাতে পারে।
আমার বয়স ৩৭, উইকিপিডিয়ার তথ্য ভুল: জয়া আহসান (ভিডিও)
নো ল্যান্ডস ম্যান: দেশের সিনেমায় নতুন ধারা প্রবর্তনকারী পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর বহুল আলোচিত ছবি ‘নো ল্যান্ডস ম্যান’। শুধু বাংলাদেশে নয়, ছবিটির খবর এখন আন্তর্জাতিক মিডিয়াতেও সমান গুরুত্বের! কারণ এটি ফারুকীর প্রথম ইংরেজি ভাষার ছবি। কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবে এই ছবিতে যুক্ত রয়েছেন বলিউডের মেধাবী অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয় করছেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী মিশেল মেগান। এছাড়াও আছেন বাংলাদেশের তারকা অভিনেতা তাহসান। সম্প্রতি আমেরিকা ও অস্ট্রেলিয়া থেকে ‘নো ল্যান্ডস ম্যান’-এর শুটিং শেষে দেশে ফিরেছেন নির্মাতা ফারুকী। ২০২০ সালে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দেখানোর পর বিশ্বব্যাপী ছবিটি মুক্তির পরিকল্পনা আছে বলে জানান ছবি নির্মাণ সংশ্লিষ্টরা।
হাওয়া: তিন শতাধিক বিজ্ঞাপন, একগুচ্ছ প্রশংসিত নাটক বানিয়ে পরিচিতি পাওয়া নির্মাতা মেজবাউর রহমান সুমন তার নির্দেশিত প্রথম চলচ্চিত্র ‘হাওয়া’র শুটিং শুরু করেন গেল অক্টোবরে। চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজসহ অনেকেই এ সিনেমায় কাজ করেছেন। বেশিরভাগ শুটিং হয়েছে সেন্টমার্টিন ও বঙ্গোপসাগরে। নির্মাতা হিসেবে সুমনের প্রথম সিনেমা ‘হাওয়া’ বাজিমাৎ করবে মুক্তির পর, এমন ধারণা ভেসে বেড়াচ্ছে দেশিয় দর্শকদের মনে! নির্মাতা জানিয়েছেন, আগামী অক্টোবর অথবা নভেম্বর মাসে মুক্তি পাবে ‘হাওয়া’।
ক্যাসিনো: শাকিব খানের বাইরে বুবলীর প্রথম সিনেমা ‘ক্যাসিনো’, যেখানে নায়ক হিসেবে তিনি পেয়েছেন নিরবকে। এ সিনেমাটি নির্মাণ করছেন সৈকত নাসির। যিনি ‘দেশা দ্য লিডার’ নির্মাণ করে দর্শকদের কাছে পরীক্ষিত হয়েছেন। বছরের শেষ দিকে ঘটে যাওয়া ‘ক্যাসিনো’ কেলেঙ্কারি থেকে ক্যাসিনো নাম নিয়ে সিনেমা নির্মাণ করায় নামটি আলোচিত। সঙ্গে শাকিবের বাইরে প্রথমবার বুবলী! নিরবের সঙ্গে তার অভিনয়-রোমান্স দেখার অপেক্ষায় রয়েছে দর্শক। এই সিনেমায় অন্যতম চমক দেখাতে পারেন তাসকিন! নির্মাতা জানিয়েছেন, ‘ক্যাসিনো’ মুক্তি পেতে পারে মার্চে! সবকিছু মিলিয়ে এ সিনেমাটি দেখার অপেক্ষায় ঢালিউড!
সর্বশেষ কবে গোসল করেছেন মনে নেই লেডি গাগার (ভিডিও)
লন্ডন লাভ: রাজত্ব, অগ্নি ২, বিজলী বানিয়ে দর্শকদের আস্থা অর্জন করেছেন নির্মাতা ইফতেখার চৌধুরী। তার সিনেমা মানেই নতুনত্ব, প্রযুক্তি নির্ভরতা। এবার তিনি শাকিব খানকে নিয়ে বানাতে যাচ্ছেন ‘লন্ডন লাভ’। লন্ডনেই সিনেমাটির ৯০ শতাংশ শুটিং করবেন নির্মাতা ইফতেখার। এ সিনেমায় থাকছেন দুই নায়িকা। একজন কলকাতার এবং আরেকজন বাংলাদেশের। তবে নায়িকার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। নির্মাতা ইফতেখার জানালেন, মিষ্টি প্রেমের গল্পের সিনেমা ‘লন্ডন লাভ’ ঈদে মুক্তির ইচ্ছে। তবে রোজার ঈদ নাকি কোরবানির ঈদ সেটি এখনো চূড়ান্ত নয়। কোরবানির ঈদের জন্য বানালে এপ্রিলে শুটিং হবে, আর রোজার ঈদে টার্গেট করলে জানুয়ারির শেষ দিকে শুটিং শুরু হবে। তবে লন্ডনের আবহাওয়া অনূকুলের জন্য এর শুটিংয়ে সবচেয়ে বড় অপেক্ষা। শাকিব-ইফতেখার জুটির ‘লন্ডন লাভ’ সিনেমাটি ২০২০ সালে ব্যবসাসফলতা পেতে পারে।
এছাড়া চলতি বছরে অনন্য মামুনের ‘মেকআপ’, চয়নিকা চৌধুরীর ‘বিশ্ব সুন্দরী’, জাজ মাল্টিমিডিয়ার জ্বীন, রায়হান রাফী পরিচালিতর ‘পরাণ’, ‘ইত্তেফাক’, শামীম আহমেদ রনির ‘বিক্ষোভ’, সৈকত নাসিরের আকবর (ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা), দীপঙ্কর দীপনের ‘ঢাকা ২০৪০’, মোস্তাফিজুর রহমান মানিকের ‘আনন্দ অশ্রু’, শাপলা মিডিয়ার প্রযোজনায় দেবের ‘মিশন সিক্সটিন’, টিএম ফিল্মস-এর একাধিক ছবি ছাড়াও আসতে পারে জয়া আহসান প্রযোজিত দ্বিতীয় সিনেমা ‘ফুড়ুৎ’। সিনেমা সংশ্লিষ্টরা মনে করছেন, ২০১৯ সালের ব্যর্থতা ভুলে আসছে বছর ঘুরে দাঁড়াবে বাংলাদেশি ছবির বাজার। চাঙা হয়ে উঠবে ঢালিউড।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা