অনলাইন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক: উৎসবের পরদিনও দেশজুড়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ চলছে। প্রথম দিনে পাওয়া বই নিয়েও বছরের প্রথম ক্লাসে যোগ দিতে এসেছে শিক্ষার্থীরা। নতুন বই পেয়ে খুশি তারা। তবে সব শ্রেণীর সব বই এখনো স্কুলগুলোতে পৌঁছায়নি। এক সপ্তাহের মধ্যে এই সমস্যার সমাধান হবে বলে আশা করছেন শিক্ষকরা।
এদিকে, বইয়ে ছাপা ও কাগজের মান নিয়ে অসন্তোষ আছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।
বছরের প্রথম দিনেই দেশের অধিকাংশ শিক্ষার্থীর হাতে বই উৎসবের মাধ্যমে নতুন বই পৌঁছে গেছে। আর নতুন বই পেয়ে দ্বিতীয় দিনেই ক্লাস শুরু করেছে শিক্ষার্থীরা। পহেলা জানুয়াতি যেসব শিক্ষার্থী বই সংগ্রহ করতে পারেনি তারা বছরের দ্বিতীয় দিনে বই সংগ্রহ করছেন। নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা।
তবে, সব শ্রেণীর সব বিষয়ের বই এখনো পায়নি শিক্ষার্থীরা।
আগামী এক সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দেয়া হবে বলে জানান শিক্ষকরা।
এদিকে, এ’বছরের বইয়ের মান নিয়ে বেশ কিছু অভিযোগ করেছেন অভিভাবকরা।
বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই দেয়ার কার্যক্রমটি বর্তমান সরকারের অন্যতম সফল উদ্যোগ বলে মনে করেন সংশ্লিষ্টরা।