অনলাইন ডেস্ক
দিনাজপুরের বিরল উপজেলার পুরিয়া গ্রামের জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক মতিউর রহমান এবার তার জমিতে চাষ করেছেন বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিটিউট উদ্ভাবিত ব্রি-৭৫ জাতের ধান। এই কৃষক জানালেন, ব্রি-৭৫ জাতের ধান চাষ করে প্রতি একরে ফলন এসেছে ৬০ থেকে ৭০ মণ। ১১০ দিনের মধ্যেই পাকা ফসল কেটে ঘরে তুলেছেন। পোকামাকড়ের আক্রমণ ছিল কম, প্রয়োজন হয়নি বাড়তি সারের।
দিনাজপুরের আরও অনেক কৃষক এবার প্রথম ব্রি-৭৫ জাতের ধানের আবাদ করেছেন। তারাও বেশ ভালো ফলন পেয়েছেন। আমন ধান আবাদে ১৩০ থেকে ১৩৫ দিন সময় লাগলেও ব্রি-৭৫ ধান পাঁকতে ২০ দিন সময় কম লেগেছে। যে কারণে দুই ফসলি জমিতে বাড়তি ফসল হিসেবে আলু বা সরিষা চাষ করতে পারছেন তারা। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এই জাতটি বেশ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা তাদের।
কৃষকদের মাঝে নতুন এই জাতের বীজ ছড়িয়ে দিতে কাজ করছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি। এই ধান সুগন্ধিযুক্ত হওয়ায় ভোক্তাদের মাঝেও জনপ্রিয় হওয়ার সম্ভাবনা দেখছেন তারা।
ভবিষ্যতে এই জাতের ধানের আবাদ আরও বাড়বে বলে আশা করছেন তারা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা