সিনিয়র স্টাফ রিপোর্টার : বাংলাদেশে প্রথমবারের মতো রবিবার করোনা ভাইরাসে আক্রান্ত তিনজন সনাক্ত হবার পর গত ২৪ ঘন্টায় নতুন করে আর করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হবার কোন তথ্য জানা যায়নি। আক্রান্ত তিন জনের অবস্থা বর্তমানে স্থিতিশিল রয়েছে। হাসপাতালে তাদেরকে পর্যবেক্ষনে রাখা হয়েছে।
সোমবার ( ৯ মার্চ) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং রোগ গবেষণা ইনিস্টিটিউট (আইইডিসিআর) এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা আজ নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান।
তিনি জানান, হাসপাতালে পর্যবেক্ষনে থাকা করোনা ভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত তিন জনের অবস্থা স্থিতিশিল রয়েছে। তিন বলেন, গতকালের পর থেকে ২৪ ঘন্টায় নতুন করে আর কারো আক্রান্ত হবার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার কোন প্রয়োজন নেই।
তিনি বলেন, বিদেশ থেকে কেউ আসলেই, তিনি করোনা ভাইরাসের জীবানু বহন করে নিয়ে এসেছেন, এমনটি ভাববার কোন কারন নেই। বিদেশ থেকে যারা দেশে ফিরে আসছেন, তাদেরকে একটি বাজে অবস্থার মুখোমুখি হতে হচ্ছে।
এসময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ অনুষ্ঠানে জানান, করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য সারাদেশে সরকারি হাসপাতালে পৃথক ইউনিট করা হয়েছে। বেসরকারি হাসপাতালগুলোতেও অনুরুপ পৃথক ইউনিট করা হবে। তিনি মাস্ক এবং হাতধোয়া সাবান নিয়ে অযথা বিশৃঙ্খলা সৃষ্টি না করতে সকলের প্রতি আহবান জানান। তিন বলেন, খুবশিগগির বাজারে এর স্বল্পতা নিরসন হবে। আতঙ্কিত না হয়ে সতর্ক থাকুন। কেউ গুজব ছড়াবেন না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঢাকা প্রতিনিধি ড. বর্ধন জং রানা তার সংস্থার পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়ে বাংলাদেশ করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় একটি দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা প্রকাশ করেন।
যে সব দেশে কোভিড-১৯এর স্থানীয় সংক্রমণ ঘটেছে (আজ পর্যন্ত আক্রান্ত ১০২টি দেশের মধ্যে ৬৫টি দেশঃ চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর, মালয়েসিয়া, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, ফিলিপিনস, নিউ জিল্যান্ড, কম্বোডিয়া, ইটালি, জার্মানী, ফ্রান্স, স্পেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, বেলজিয়াম, সুইডেন, নরওয়ে, অস্ট্রিয়া, গ্রীস, আইসল্যান্ড, ডেনমার্ক, স্যান মেরিনো, চেকিয়া, ইজরায়েল, পর্তুগাল, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, রোমানিয়া, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, বেলারুশ, স্লোভাকিয়া, বসনিয়া ও হারজেগোভিনা, বুরগেরিয়া, থাইল্যান্ড, ভারত, ইন্দোনেসিয়া, মালদ্বীপ, ইরান, সংযুক্ত আরব আমিরাত, লেবানন, প্যালেস্টাইন, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল, ইকুয়েডর, পেরু, আলজেরিয়া, ক্যামেরুন ও ডায়মন্ড প্রিন্সেস জাহাজ) সে সব দেশ থেকে যে সব যাত্রী আসবেন (দেশী-বিদেশী যে কোনো নাগরিক)তাদেরকে স্বেচ্ছা, গৃহ কোয়ারেন্টিন-এ থাকতে হবে। তাদের কারো মধ্যে যদি কোভিড-১৯ এর লক্ষণ দেখা যায় তবে অন্য কোথাও না যেয়ে প্রথমেই আইইডিসিআর-এর হটলাইনে যোগাযোগ করার অনুরোধ করেছে আইইডিসিআর।
প্রবাসী বাংলাদেশীদের স্বাস্থ্য পরিস্থিতি প্রসঙ্গে ডা. মীরজাদী জানান, সিঙ্গাপুর, আরব আমিরাত, ইটালি ছাড়া অন্যান্য কোন দেশে এখনো পর্যন্ত কোনো প্রবাসী বাংলাদেশী কোভিড-১৯ আক্রান্ত হন নি। সিঙ্গাপুরে আইসিইউতে চিকিৎসাধীন বাংলাদেশী রোগীর অবস্থার উন্নতি হয় নি, আরেকজন প্রবাসী বাংলাদেশী-ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দিল্লীতে উহান থেকে আগত ২৩ জন বাংলাদেশী নাগরিক দিল্লী শহর থেকে ৪০ মাইল দূরে একটি কোয়ারেন্টিনে আছেন।
বাংলাদেশ পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালনায় আন্তর্জাতিক বিমান বন্দরসমূহ, সমুদ্র বন্দরমূহ, স্থল বন্দরসমূহে বিদেশ থেকে আগত সকল যাত্রীর তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। আজ পর্যন্ত ৫২৮৬৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে রোগের নমুনা পরীক্ষা করা হয়েছে ১২৭ জনের।
আইইডিসিআর’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এএসএম আলমগীর ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কোন জিজ্ঞাস্য থাকলে আইইডিসিআর-এর ১২টি হটলাইন নম্বরে যোগাযোগ করুনঃ ০১৪০১১৮৪৫৫১, ০১৪০১১৮৪৫৫৪, ০১৪০১১৮৪৫৫৫, ০১৪০১১৮৪৫৫৬, ০১৪০১১৮৪৫৫৯, ০১৪০১১৮৪৫৬০, ০১৪০১১৮৪৫৬৩, ০১৪০১১৮৪৫৬৮, ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১
কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে করণীয়
* নিয়মিত সাবান ও পানি দিয়ে দুই হাত ধোবেন (অন্তত ২০ সেকেন্ড যাবৎ) * অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করবেন না * ইতোমধ্যে আক্রান্ত এমন ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন * কাশি শিষ্টাচার মেনে চলুন (হাঁচি/কাশির সময় বাহু/ টিস্যু/ কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখুন) * অসুস্থ হলে ঘরে থাকুন, বাইরে যাওয়া অত্যাবশ্যক হলে নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করুন * কারো সাথে হাত মেলানো (হ্যান্ড শেক), কোলাকুলি থেকে বিরত থাকুন * জরুরী প্রয়োজন ব্যতীত বিদেশ ভ্রমণ করা থেকে বিরত থাকুন এবং এ সময়ে অন্য দেশ থেকে প্রয়োজন ব্যতীত বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করুন * অত্যাবশ্যকীয় ভ্রমণে সাবধানতা অবলম্বন করুন * অত্যাবশকীয় নয় এমন সব জাতীয়-আন্তর্জাতিক সভা-সমাবেশ-সম্মেলন আয়োজন না করাই ভাল * অতি বয়স্ক, দীর্ঘমেয়াদী অসুস্থতায় (ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, অ্যাজমা, কিডনী সমস্যা, ক্যান্সার প্রভৃতি) ভুগছেন এমন ব্যক্তিগণ ভীড় এড়িয়ে চলুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা