অনলাইন ডেস্ক
নতুন কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হককে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়, ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হককে সুরক্ষা সেবা বিভাগের অধীনে কারা অধিদফতরের মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।ব্রিগেডিয়ার জেনারেল আনিসুল হক এর আগে বিইউপির সিকিউরিটি অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ বিভাগের ডিন ছিলেন।বর্তমান কারা মহাপরিদর্শকের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।
আরোও পড়তে পারেন : আজ ঢাকার আবহাওয়া যেমন থাকবে