আন্দোলনরত ক্রিকেটাররা ১৩ দফা দাবী পেশ করেছেন।আইনজীবীর মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে এ দাবি পেশ করেছেন ক্রিকেটাররা।
বুধবার সন্ধায় রাজধানীর একটি হোটেলে এ দাবি পেশ করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান।
নিজেকে আন্দোলনরত ক্রিকেটারদের আইনজীবী উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেট দলের সদস্যরা তাকে আইনজীবী নিয়োগ দিয়েছেন।
তাদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান দাবীগুলো উত্থাপন করেন।
১৩ দফা দাবীগুলো হলো: ১. কোয়াবের বর্তমান কমিটিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। ২. ঢাকা প্রিমিয়ার লিগ আগের মতো আয়োজন করতে হবে। ৩. এ বছর না হলেও পরের বছর থেকে আগের মতো বিপিএল(টি-২০ টুর্নামেন্ট আয়োজন করতে হবে। স্থানীয় ক্রিকেটারদের ভিত্তিমূল্য বাড়াতে হবে। ৪. প্রথম শ্রেণির ম্যাচ ফি ১ লাখ করতে হবে। গোটা বছর কোচ-ফিজিও দিতে হবে। জাতীয় ক্রিকেট লিগে প্রতি বিভাগে অনুশীলনের ব্যবস্থা করতে হবে। ৫. ঘরোয়া ক্রিকেটে ভালো মানের বল দিতে হবে। ডিএ ১৫০০ টাকায় কিছু হয় না; তাই বাড়াতে হবে। ট্রাভেলে বিমানের ব্যবস্থা করতে হবে এবং ভালো মানের হোটেল হতে হবে। ৬. চুক্তিভুক্ত ক্রিকেটারের সংখ্যা ও বেতন বাড়াতে হবে। ৭. দেশি সব স্টাফের বেতন বাড়াতে হবে। কোচ থেকে গ্রাউন্ডস ও আম্পায়ার, সবার বেতন বাড়াতে হবে। ৮. ঘরোয়া ওয়ানডে বাড়াতে হবে। বিপিএলের আগে আরেকটি টি-টোয়েন্টির টুর্নামেন্টের আয়োজন করতে হবে। ৯. ঘরোয়া ক্যালেন্ডার নির্দিষ্ট করতে হবে। ১০. বিপিএলের পাওনা টাকা সময়ের মধ্যে দিতে হবে। ১১. ফ্র্যাঞ্চাইজি লিগ দুটোর বেশি খেলা যাবে না, এই নিয়ম তুলে দিতে হবে। সুযোগ থাকলে সবাই খেলবে। ১২. ক্রিকেটের ব্যবস্থাপনায় আমরা স্বচ্ছতা চাই। এর একটা ভাগ আমরা চাই। ১৩. বাংলাদেশের নারী ক্রিকেট দল ভালো করছে। নারীদের ক্ষেত্রেও তাদের ন্যায্য হিসাব দিতে হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ধর্মঘট ডাকা ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হন। তিনি বুধবার পরিচালক নাইমুর রহমান দুর্জয়কে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। এরপর বিকেলে বিসিবি কার্যালয়ে ফিরে ক্রিকেটারদের সঙ্গে আলোচনার অপেক্ষা করেন।
বিকেল পাঁচটায় বোর্ড ও ক্রিকেটারদের মধ্যে আলোচনা হবে বলে আগেই জানানো হয়েছিল।কিন্তু ক্রিকেটাররা মিরপুরে না গিয়ে গুলশানে একটি হোটেলে নিজেদের মধ্যে আলোচনায় বসেন।
সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একটি সংবাদ সম্মেলন ডাকেন ক্রিকেটাররা। ১১ দফা দাবীতে আন্দোলন শুরু করলেও সংবাদ সম্মেলেন দুটি বাড়িয়ে ১৩ দফা দাবী পেশ করেন ক্রিকেটাররা।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা