অনলাইন ডেস্ক
সোমবার (২৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রত্যাশার কথা জানান।
বিবৃতিতে রওশন এরশাদ বলেন, ‘সব দলের সঙ্গে আলোচনা করে তাদের মতামতের ভিত্তিতে সার্চ কমিটি গঠনে করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে সংবিধান অনুযায়ী আইন প্রণয়ন করা হয়েছে। সে আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘নতুন নির্বাচন কমিশন আগামীতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেশ ও জাতিকে উপহার দেবে, এটাই সকলের প্রত্যাশা। নবগঠিত নির্বাচন কমিশনের সদস্যরা তাদের ওপর ন্যস্ত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবেন এবং দেশের মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই তাদের ইচ্ছের প্রতিফলন ঘটাতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করবেন।’
প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য চার নির্বাচন কমিশনারকে স্বাগত জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেছেন, ‘নির্বাচন বিষয়ে জনগণের আস্হা ফিরিয়ে আনতেই আপনারা দায়িত্ব পেয়েছেন। সংবিধান অনুযায়ী সে দায়িত্বটুকু পালন করতে যথেষ্ট যত্নশীল হলে সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব হবে।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা