অনলাইন ডেস্ক
এ লক্ষ্যে নতুন অর্থবছরে বিচার বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে দুই হাজার ৭৫ কোটি টাকা, যা গত অর্থবছরের চেয়ে ১৩৪ কোটি টাকা বেশি।
জাতীয় সংসদে ঘোষিত ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আইন ও বিচার বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে এক হাজার ৮১৩ কোটি টাকা। গত অর্থবছরে ছিল এক হাজার ৭৩৯ কোটি টাকা।
এছাড়া নতুন বছরে লেজিসলেটিভ ও সংসদ বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩৭ কোটি টাকা, যা গত বছরের তুলনায় এক কোটি টাকা কম।
আর নতুন অর্থবছরে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের জন্যও বরাদ্দ বাড়ানো হয়েছে। এ বছর বরাদ্দ দেয়া হয়েছে ২২৫ কোটি টাকা, গত বছর যা ছিল ১৮৭ কোটি টাকা।
বিচার বিভাগ সম্পর্কে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার (৩ জুন) তার বাজেট বক্তব্যে বলেন, ‘বিচার কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির জন্য তথ্য-প্রযুক্তি সংশ্লিষ্ট প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে দেশের সামগ্রিক বিচার ব্যবস্থাকে ডিজিটাইজড করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সে লক্ষ্যে ই-জুডিশিয়ারি প্রকল্পের আওতায় দেশের সামগ্রিক বিচার ব্যবস্থাকে ডিজিটাইজড করা হবে। দেশের প্রতিটি আদালতকে ই-কোর্টে পরিণত করা হবে। অধস্তন আদালতগুলোর বিচারাধীন মামলার বর্তমান অবস্থা, শুনানির তারিখ, ফলাফল এবং পূর্ণাঙ্গ রায় নিয়মিতভাবে ওয়েবসাইটে প্রকাশ করা হবে।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা