নকশা মোতাবেক ভবন নির্মাণ না করায় ৮টি ভবনের অতিরিক্ত অংশ অপসারণ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বুধবার (১৩ নভেম্বর) রাজধানীর উত্তরা আবাসিক এলাকায় রাজউক এ অভিযান চালায়। এসময় মোবাইল কোর্টে তিনটি ভবনের মালিককে মোট ১৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
রাজউক এর জোন-২ এর আওতাধীন রাজধানীর উত্তরা আবাসিক এলাকার ১২ নম্বর সেক্টরে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। অনুমোদিত নকশার ব্যত্যয় করে ভবন নির্মাণ করায় আটটি ভবনের নকশা বহির্ভূত অতিরিক্ত অংশ ভেঙ্গে অপসারণ করা হয়েছে।এছাড়া ভবনগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আশরাফ হোসেন, অথরাইজড অফিসার শেগুফতা শারমীন আশরাফ, জোন-২ এর পরিচালক জনাব মোহাম্মদ নূরুল ইসলাম এর যৌথ নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।এছাড়া সহকারী অখরাইজড অফিসার মো খায়রুজ্জামান (চলতি দায়িত্ব), প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকসহ জোনের অন্যান্য কর্মকর্তাগণ, আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা