সিনিয়র স্টাফ রিপোর্টার : মোহাম্মদী নওজোয়ান ক্লাবে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান এবং বিনামূল্যে ঔষধ বিতরন করা হয়েছে। বৃস্পতিবার (৫ মার্চ) ঢাকা সিভিল সার্জন কার্যালয় এর উদ্যোগে এবং বৃত্ত ফাউন্ডেশন ও নওজোয়ান ক্লাবের কারিগরি সহযোগিতায় ঢাকার শ্যামপুর থানাধীন এলাকায় একর্মসূচিটি অনুষ্ঠিত হয়েছে। এটি সকাল ৯টায় শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়।
কর্মসূচিটি কমিউনিটি বেইজড হেলথ কেয়ার অপারেশনাল প্লান আরবান হেলথ কার্যক্রমের অর্থায়নে পরিচালিত হয়েছে। স্বাস্থ্য ক্যাম্পে অত্র এলাকার প্রায় ৬শ জন সাধারণ মানুষ বিনামূল্যে তাদের স্বাস্থ্য সেবা এবং প্রয়োজনীয় ঔষধ গ্রহণ করেন।
সরকার পরিচালিত সমগ্র ঢাকাব্যাপী এই স্বাস্থ্য সেবা ক্যাম্প জানুয়ারি থেকে শুরু হয়ে চলতি মাসে শেষ হবার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঢাকা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. মহসিন মিয়া বলেন, আমাদের দেশে স্বাস্থ্য সেবা অধিকাংশ ক্ষেত্রেই অত্যন্ত ব্যয়বহুল। বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প এর মাধ্যমে সুবিধাবঞ্চিত এক শ্রেণীর মানুষ অনেক উপকৃত হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৃত্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শুভ কর্মকার এবং মোহাম্মদী নওজোয়ন ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমূখ।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা