অনলাইন ডেস্ক
নওগাঁর খয়েরবাড়ি সীমান্ত এলাকা শনিবার সাজানো হয়েছিল দুই দেশের জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড দিয়ে। চারদিকে সাজসাজ রব। ভারতের ভুলকিপুর সীমান্তের কাঁটাতার পেরিয়ে আসেন ওপার বাংলার নানা বয়সী মানুষ। বিজিবি ও বিএসএফ এর মধ্যে অনুষ্ঠিত হয় পতাকা বৈঠক। অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতাও। সব মিলিয়ে খয়েরবাড়ি সীমান্ত এলাকা পরিণত হয় দুই বাংলার মানুষের মিলনমেলায়।
সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসা শিশু কিশোররা অংশ নেয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতায়। বিজিবি-বিএসএফ সদস্যদের অংশগ্রহণেও আয়োজন করা হয় বিভিন্ন খেলার। যা দেখতে ভীড় জমান হাজারো দর্শনার্থী। বর্ডার গার্ড বাংলাদেশ পত্নীতলা ব্যাটালিয়নের এমন ব্যতিক্রমী আয়োজন আনন্দ দেয় দুই বাংলার মানুষদের।
প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন বিজিবি ও বিএসএফের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। এসময় সীমান্তের সকল সমস্যা সমাধানে একযোগে কাজ করার প্রতিশ্র“তি ব্যক্ত করেন তারা।
সীমান্তবর্তী এলাকায় অপরাধ কমাতে দুই দেশের সকল পক্ষকে একত্রিত করার লক্ষ্যেই এমন আয়োজন বলে জানালেন বিজিবির এই কর্মকর্তা।
আগামীতেও এধরনের খেলাধুলা, সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানান তিনি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা