ধর্মীয় অনুশাসন মেনে চলা মানুষরাই সবচেয়ে বেশি সুখী ও সামাজিক, মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক জনমত জরিপ ও গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের গবেষনায় এমন তথ্য বেরিয়ে এসেছে।
গবেষণা সংস্থাটি যুক্তরাষ্ট্রসহ সারাবিশ্বের সামাজিক বিষয়ে জনমত সম্পর্কে সেবা দেয়।
যেকোনো ধর্মের অনুসারী সেই সঙ্গে যারা নিয়মিত প্রার্থনাস্থলে যান, তারা অন্যদের তুলনায় সুখী মানুষ। নতুন এ গবেষণায় বলা হয়।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং অস্ট্রেলিয়াসহ ২৪টি দেশের ধার্মিক এবং অধার্মিক লোকদের নিয়ে চালানো এ গবেষণায় ওঠে এসেছে ধর্মীয় অনুশাসন মেনে চলা মানুষরাই সবচেয়ে বেশি সুখী।
জামায়াতের নতুন আমির ডা. শফিকুর রহমান
গবেষণার ফলাফলে জানা যায়, ধর্মীয় কর্মকাণ্ডে নিয়মিত অংশগ্রহণকারী লোকেরা সুখী জীবন যাপন করে এবং সামাজিকভাবে অনেক বেশি তৎপর।
এসব মানুষ দলীয় কার্যক্রমে নিজেদের ব্যস্ত রাখতে ভালোবাসে এমনকি নির্বাচনে ভোট দানেও অধিক উৎসাহী।
আর যেসব মানুষ ধর্মীয় অনুশাসন মেনে চলে না বা কোনো ধর্ম মানে না তাদেরকে সামাজিক কর্মকাণ্ডে তেমন অংশগ্রহণ করতে দেখা যায় না।
গবেষণায় দেখা গেছে, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনার জন্য নিয়মিত জড়ো হওয়া মানুষরা স্বাস্থ্য সচেতন হয়ে থাকে। তাদের প্রাত্যহিক জীবন সুস্বাস্থ্যময় হয় অনেকটা।
ধর্ম পালন না করা অনেক লোকদের মধ্যে ধূমপান বা মদ্যপানের অভ্যাস থাকার কারণে স্বাস্থ্য নিয়ে অবহেলা প্রবল। দ্য ইন্ডিপেনডেন্ট।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা