বিতর্কিত মন্তব্যের জেরে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তোপের মুখে পড়েছেন দেশটির জনপ্রিয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার।
তাকে ধারাভাষ্য দল থেকে বাদ দিয়েছে বিসিসিআই। আইপিএলেও ধারাভাষ্যকক্ষেও সাবেক এই ক্রিকেটারকে দেখা যাবে না বলে খবর বেরিয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যমে।
সংবাদমাধ্যম মুম্বাই মিররকে বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে, মাঞ্জরেকারের কাজে সন্তুষ্ট নয় বিসিসিআই। তাই তাকে ছেঁটে ফেলা হয়েছে। এমনকি আইপিএল থেকেও বাদ তাকে দেয়ার সিদ্ধান্ত নিচ্ছেন তারা।’
হঠাৎ কী এমন করলেন সঞ্জয়, যা বিসিসিআইকে অসন্তুষ্ট করেছে?
সে প্রশ্নে জবাব মেলেনি এখনো। এ নিয়ে কোনো বিবৃতি দেয়নি বিসিসিআই। বিষয়টি নিয়ে পরিষ্কার কোনো বক্তব্য দিতে পারেননি ভারতীয় ক্রিকেটমহলের কেউ।
তবে ধারণা করা হচ্ছে, সম্প্রতি বিতর্কিত কয়েকটি মন্তব্যের কারণেই তাকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
গত বিশ্বকাপের ঠিক আগে রবীন্দ্র জাদেজাকে ‘সীমিত ক্ষমতার ক্রিকেটার’ বলে বিতর্কিত হয়েছিলেন সঞ্জয়। ভারতের আরেক জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলেকেও কটাক্ষ করেছিলেন তিনি। সঞ্জয় বলেছিলেন, ভোগলে পেশাদার ক্রিকেট খেলেননি। তাই তার ক্রিকেটজ্ঞান নেই।
এসব মন্তব্য করে সমালোচনার মুখে পড়লে দুঃখপ্রকাশ করে ক্ষমা চেয়ে নেন মাঞ্জরেকার।
অনেকেরই ধারণা এমন সব আক্রমণাত্মক বাক্য বলা ধারাভাষ্যকার বিসিসিআইকে বিব্রত করেছে। যে কারণে চাকরি খোয়াতে হচ্ছে মাঞ্জরেকার।
প্রসঙ্গত, ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডে মাঞ্জরেকার দেখা যায়নি। সেদিন বিসিসিআইয়ের ধারাভাষ্যকার হিসাবে ছিলেন- সুনীল গাভাস্কার, লক্ষণ শিবরামকৃষ্ণ ও মুরালি কার্তিক।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা