অনলাইন ডেস্ক
বুধবার (৮ মে) রাতে ধামরাই থানায় ভুক্তভোগী সাংবাদিক ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ করেন।
ভুক্তভোগী সিরাজুল ইসলাম দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ধামরাই প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
সাংবাদিক সিরাজুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমি সকালে নান্নার ইউনিয়ন কাউন্সিলে যাই। ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা খাজনার ভুল তথ্য সংগ্রহ করেছেন। এতে এলাকাবাসীর খাজনা গত কয়েক বছরের তুলনায় বেশি এসেছে বলে ভুক্তভোগীরা অভিযোগ তুলেছেন। পরে আমি তাদের বক্তব্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছি।
তিনি বলেন, ভুক্তভোগীদের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করায় ওই ইউপির চেয়ারম্যান আমার ওপর ক্ষিপ্ত হয়ে আমার মোবাইলে ফোন করে বিভিন্ন রকম হুমকি দেন। পরে আমার পা ভেঙে দেবেন বলেও গালিগালাজ করে বলে দুঃখ প্রকাশ করেন তিনি।
এ বিষয়ে নান্নার ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন মোল্লা ঢাকা পোস্টকে বলেন, মানুষ মাত্রই ভুল করে। একটি গ্রামে কাঁচা বাড়ির খাজনা এসেছে পাকা বাড়ির, আর পাকা বাড়ি খাজনা এসেছে কাঁচা বাড়ির। পরে আমি এলাকাবাসীর সাথে কথা বলেছি যে, সমাধান করে দেবো। কিন্তু ওই সাংবাদিক আমার নামে ফেসবুকে লিখেছে। পরে আমি তার পা ভেঙে দেব বলেছিলাম।
এ বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ বিশ্বাস জানান, তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
লোটন আচার্য্য/কেএ
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা