রাজধানীর ধানমন্ডিতে একটি অ্যাপার্টমেন্টে শুক্রবার রাতে জোড়া খুনের ঘটনায় ছয় জনকে আটক করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ কমিশনার (ধানমন্ডি জোন) আব্দুল্লাহ হিল কাফি বলেছেন, এই ছয় জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। খুনের দিন বাড়িতে কাজে যোগ দেওয়া নারী গৃহকর্মীকেও খোঁজা হচ্ছে।
সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানায়, ওই গৃহকর্মী সেদিন আফরোজার জামাই মনির উদ্দিনের দেহরক্ষী বাচ্চুর সঙ্গে বাড়িটিতে প্রবেশ করেছিল। কিছুক্ষণ পর শুধু ওই গৃহকর্মী বের হয়ে যান। এসময় তাকে স্বাভাবিক দেখাচ্ছিল।
ধানমন্ডি থানার ওসি আব্দুল লতিফ বলেন, শনিবার দুপুর পর্যন্ত এই ঘটনায় কেউ মামলা করেনি।
শুক্রবার রাতে ধানমন্ডির ২৮ নম্বর রোডের ২১ নম্বর বাসার তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে বাসার মালিক আফরোজা বেগম (৬৫) ও গৃহকর্মী দিতির (১৯) মৃতদেহ উদ্ধার করা হয়। তাদের দুজনকেই গলাকাটা অবস্থায় পাওয়া যায়।
পুলিশ বলেছে, ঘটনার দিনই নতুন একজনকে ওই বাসায় গৃহকর্মী হিসেবে নিযুক্ত করা হয়েছিল। হত্যাকাণ্ডের পর থেকে সে পলাতক রয়েছে।
আফরোজার পরিবারের সদস্যরা বলেছেন, ক্রিয়েটিভ গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক জামাই কাজি মনির উদ্দিন তারিনের অ্যাপার্টমেন্টে থাকতেন আফরোজা বেগম। মনির তার পরিবারের সঙ্গে পাশের একটি অ্যাপার্টমেন্টে বসবাস করেন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা