টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জের ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের কমলগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রামপাশা এলাকায় ভাঙন দেখা দিয়েছে। প্রায় ৭০ ফুট দীর্ঘ এ ভাঙন দিয়ে প্রবল স্রোতে বন্যার পানি জনপদে ঢোকায় কমলগঞ্জ পৌর এলাকার রামপাশাসহ আশপাশের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার পানিতে রাস্তাঘাট, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান নিমজ্জিত হয়েছে। বন্যার পানিতে ভেসে গেছে পুকুর ও ফিসারির কয়েক লাখ মাছ। এতে পানিবন্দি হয়ে পড়েছেন ১০০টি পরিবারের প্রায় ১ হাজার মানুষ।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রণেন্দ্র শংকর চক্রবর্তী বেলা ১১টায় কালের কণ্ঠকে জানান, ধলাই যে স্থানে ভাঙন দেখা দিয়েছে, সেই স্থানটি দুর্বল ছিল। মেরাতমের জন্য সকল ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু তিনটি পুকুর ভরাট করে নতুন বাঁধ করতে হয়। পুকুর মালিকরা বাধা দেওয়ায় কাজটি করা সম্ভব হয়নি। তিনি আরো জানান, কুশিয়ারা নদীতে যেভাবে পানি বাড়ছে তা অব্যাহত থাকলে, কুশিয়ারার সাথে মনু প্রকল্পের যে বাঁধ আছে সেটি ঝুঁকির মধ্যে পড়বে।
NB:This post is copied from kalerkantho
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা